www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাস্তব ঠিকানা

বহু দিন কেটে গেল
রাস্তার পাড়ে গাছের নিচে বসে বসে;
একটি ঘরের আশায়, আর একটু সুখ-
ঐ বৃদ্ধ ভিখারিটির।
বহুবার স্বপ্ন দেখেছে- ঘর আর সুখের।
স্বপ্নে বহুবার আবেগে বলেছে সে.....
“বউ, দেহ; এইডাই তো আমাগ ঘর।”
কিন্তু স্বপ্ন মিলায় রাতের আঁধারে,
ঘুমের আমেজের সাথে।
হায়! স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়;
রাস্তার পাড়ে গাছ তলাই
হয় তার বাস্তব ঠিকানা!


(প্রকাশিত-
ধ্রুবক
জুলাই, ২০০৬)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতাটি বেশ ভালো লাগলো।
  • কবি মোঃ ইকবাল ১১/০৮/২০১৪
    বেশ ভালো লিখনী কবি।
  • অনেক অনেক ধন্যবাদ।
  • বেশ ভাল লাগল।
 
Quantcast