মেটে খেলনার খেলা
জানি, একটি ফুলকে ভুল করে
চিনেই হয়েছে বড় ভুল
অবশেষে বলবে তা;
অবশেষে বললেও তা-ই।
কি অপরাধ করেছিল সে ফুলটি?
তোমারই ভালবাসার সেচে
সিক্ত হয়ে সজীব হয়েছিল একদিন সে।
অবশেষে- হ্যাঁ, অবশেষে তুমিই আবার
ফুলটিকে ঝরালে অকাতরে।
বাহ্! ভেবেই অবাক হই আজ
মেটে খেলনার খেলা দেখে।
(প্রকাশিত-
সপ্তাহিক শেরপুর,
২০ ডিসেম্বর, ২০০৫)
চিনেই হয়েছে বড় ভুল
অবশেষে বলবে তা;
অবশেষে বললেও তা-ই।
কি অপরাধ করেছিল সে ফুলটি?
তোমারই ভালবাসার সেচে
সিক্ত হয়ে সজীব হয়েছিল একদিন সে।
অবশেষে- হ্যাঁ, অবশেষে তুমিই আবার
ফুলটিকে ঝরালে অকাতরে।
বাহ্! ভেবেই অবাক হই আজ
মেটে খেলনার খেলা দেখে।
(প্রকাশিত-
সপ্তাহিক শেরপুর,
২০ ডিসেম্বর, ২০০৫)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫একটু বেশী সংক্ষিপ্ত মনে হচ্ছে।
-
রামবল্লভ দাস ০৭/০৮/২০১৪ভালো ; তবে কাব্যিকতায় একটু কমতি আছে বোধহয় !
-
কবি মোঃ ইকবাল ০৭/০৮/২০১৪বাহ্! চমৎকার।