www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাতিসংঘ

জাতিসংঘ করছে রঙ্গ
ধোঁকা দেওয়ায় পাকা,
সরলেরে গরল করে
পথটা অতি বাঁকা।
শক্তি ধরে গায়ের জোরে
স্বার্থ হাসিল করে,
দুর্বলেরা গা বাঁচাতে
সুর মিলিয়ে ধরে!
ভিন্ন স্বরে বললে কিছু
রক্ত চোষার দলে,
শাসকেরে দেয় হঠিয়ে
শাসায় ছলে বলে।
রোবট শাসক দেয় বসিয়ে
চলছে হায় রে এ কি?
রিমোটেতে হয় নিয়ন্ত্রণ
খোলা চোখে দেখি!

সুপথেতে চললে চলুক
ও জ্ঞানী জ্ঞান খাটা,
কুপথের ঐ বাহন হলে
মার কপালে ঝাঁটা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভালো লিখেছেন। জাতিসংঘ জানলে খবর আছে।
    • ভাই চোরকে চোর বললে তো রাগ করতেই পারে!

      যাক, তারপরও যদি ওরা ক্ষমতা ধরদের লেজুর বৃত্তি ছেড়ে সুস্থ সমাজ গঠনের সহযোগীতায় এগিয়ে আসে।

      ধন্যবাদ আপনাকে ভাল বন্ধুত্বের পরিচয় দানের জন্য।
  • আবু সাহেদ সরকার ০৩/০৮/২০১৪
    সুন্দর ভাবনার প্রকাশ কবি বন্ধু। ভালো থাকবেন।
  • রামবল্লভ দাস ২৯/০৭/২০১৪
    ভাবনা খুব সুন্দর । ভালো লাগলো । আপনার কবিতা ।
  • ভোরের পাখি ২৮/০৭/২০১৪
    ভাল লাগল।
  • মল্লিকা রায় ২৮/০৭/২০১৪
    খুব ভালো লাগলো কবিতা।ধন্যবাদ কবি।
    • মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে কবির কছে শুধু প্রশংসা মূলক কথা নয়, বরং সমালোচনা মূলক মন্তব্য আশা করি। দয়া করে দুর্বলতার দিক গুলোও ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব।

      কবিকে আবারো আন্তরিক ধন্যবাদ।
 
Quantcast