জাতিসংঘ
জাতিসংঘ করছে রঙ্গ
ধোঁকা দেওয়ায় পাকা,
সরলেরে গরল করে
পথটা অতি বাঁকা।
শক্তি ধরে গায়ের জোরে
স্বার্থ হাসিল করে,
দুর্বলেরা গা বাঁচাতে
সুর মিলিয়ে ধরে!
ভিন্ন স্বরে বললে কিছু
রক্ত চোষার দলে,
শাসকেরে দেয় হঠিয়ে
শাসায় ছলে বলে।
রোবট শাসক দেয় বসিয়ে
চলছে হায় রে এ কি?
রিমোটেতে হয় নিয়ন্ত্রণ
খোলা চোখে দেখি!
সুপথেতে চললে চলুক
ও জ্ঞানী জ্ঞান খাটা,
কুপথের ঐ বাহন হলে
মার কপালে ঝাঁটা।
ধোঁকা দেওয়ায় পাকা,
সরলেরে গরল করে
পথটা অতি বাঁকা।
শক্তি ধরে গায়ের জোরে
স্বার্থ হাসিল করে,
দুর্বলেরা গা বাঁচাতে
সুর মিলিয়ে ধরে!
ভিন্ন স্বরে বললে কিছু
রক্ত চোষার দলে,
শাসকেরে দেয় হঠিয়ে
শাসায় ছলে বলে।
রোবট শাসক দেয় বসিয়ে
চলছে হায় রে এ কি?
রিমোটেতে হয় নিয়ন্ত্রণ
খোলা চোখে দেখি!
সুপথেতে চললে চলুক
ও জ্ঞানী জ্ঞান খাটা,
কুপথের ঐ বাহন হলে
মার কপালে ঝাঁটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫অনেক ভালো লিখেছেন। জাতিসংঘ জানলে খবর আছে।
-
আবু সাহেদ সরকার ০৩/০৮/২০১৪সুন্দর ভাবনার প্রকাশ কবি বন্ধু। ভালো থাকবেন।
-
রামবল্লভ দাস ২৯/০৭/২০১৪ভাবনা খুব সুন্দর । ভালো লাগলো । আপনার কবিতা ।
-
ভোরের পাখি ২৮/০৭/২০১৪ভাল লাগল।
-
মল্লিকা রায় ২৮/০৭/২০১৪খুব ভালো লাগলো কবিতা।ধন্যবাদ কবি।