ক্রীম
বোকা (!) বেটা পেলে
মাঠে বল খেলে
গা কালো চিকচিক,
কিছু গুণী (!) জনে
কয় পেলে সনে
দুর বেটা ধিক ধিক।
কত ক্রীম বাংলায়
ঘষে যারা লাগায়
সাদা হয় চামড়া।
পেলে বলে, “ভাই,
আমি মাফ চাই,
জ্ঞানে নই দামড়া!”
মাঠে বল খেলে
গা কালো চিকচিক,
কিছু গুণী (!) জনে
কয় পেলে সনে
দুর বেটা ধিক ধিক।
কত ক্রীম বাংলায়
ঘষে যারা লাগায়
সাদা হয় চামড়া।
পেলে বলে, “ভাই,
আমি মাফ চাই,
জ্ঞানে নই দামড়া!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫কেমন যেনো লাগলো...........
-
প্রসেনজিৎ রায় ২৭/০৭/২০১৪বাহ্! দারুন।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৭/২০১৪বেশ লিখনী কবি। ভালো লাগলো।
-
আসগার এইচ পারভেজ ২৬/০৭/২০১৪সুন্দর এবং ছন্দবদ্ধ
-
রামবল্লভ দাস ২৬/০৭/২০১৪বাহ ! দারুণ ।