www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়তমা

যার সাথে গো বললে কথা
   তৃপ্তি আসে প্রাণে-মনে,
যার কথাতে হাসতে হাসতে
   রক্ত দেওয়া যায় গো রণে;
ধমনীদের চরম চাপে
   ওষ্ঠধরে চুমো খেলে,
স্বর্গের প্রতীক আপনারে
   ধুলার ধরায় ধরে মেলে;
যার বসাতে স্তব্ধ হয়ে
   হার মেনে যায় প্দ্ম সকল,
যার হাসিরি ছন্দে-তালে
   নেয় করিয়া মনটা দখল;
যে লতানো আঙ্গুলেরি
   বড়ই তৃপ্তি পুর্ণ ছোঁয়া,
যার ঘর্মেরি গন্ধ যেন
   আতর গোলাপ লোবান ধোঁয়া;
যার হাসিতে বিশ্ব হাসে
   কাঁদলে বন্যা যায় যে বয়ে,
একটুখানি পরশে যার
   ক্লান্তি সকল যায় যে ক্ষয়ে;
যার চাহনীর তীরের ঘায়ে
   মন পাখিটা বিঁধে যায়,
যার মনেরি অনুকূলে
   খরার মাঝে বৃষ্টি ধায়;
যার বাসরে ধূসর সকল
   পসর হয়ে স্পষ্ট ভাসে,
রাতের রূমের আধারেরাও
   আলোর অধিক সুখে হাসে;
স্রষ্টা স্বয়ং ‍যাহার তরে
   হাজার গুণের করলেন জমা,
সে যে তুমি- তুমিই ওগো
   তুমি আমার প্রিয়তমা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪
    ভালোবাসার মানুষকে নিয়ে অসাধারন লিখনী। বেশ ভালো লাগলো।
    • ‍"ভালবাসার মানুষ" তবে কল্পনার!

      ধন্যবাদ কবি।
 
Quantcast