একটা কিছু পেয়ে খুশি
যখন ছিল প্রেমের বাঁধন, মনে মধু মাখা
নীল আকাশে উড়তাম যেন মেলে রঙ্গিন পাখা।
সেই প্রেমই তো হইল কারণ
আবেগ ভরা বিভোর কাঁদন।
সেই দিনের সেই তাজা ফুল সব যায় গো আজি পঁচে
কি সুখ পেলে তুমি ওগো আমার দুঃখ রচে?
আদালতে বিচার চেয়ে তুমি যখন বাদী
(তখন) মস্ত অপরাধী আমি মস্ত অপরাধী!
আজকে চেয়ে আড়চোখেতে
সেল মারিলে এই বুকেতে
নিরব হয়ে মেনে নিলাম মুখে কুলুপ এঁটে
কি অপরাধ ছিল আমার দেখিনি আর ঘেটে।
সেই দিনের সেই মিলন মেলায় আমার মনটা তুষে
চুলের খোঁপায় রকমারি ফুল দিতে গো খুসে।
অশ্রু ঝরা তোমার কাঁদন
মনে দিয়ে ছিল বাঁদন।
অন্ধকারে অকারণে যাচ্ছ গো দোষ গেয়ে
(তবু) আমি খুশি তোমা হতে একটা কিছু পেয়ে!
নীল আকাশে উড়তাম যেন মেলে রঙ্গিন পাখা।
সেই প্রেমই তো হইল কারণ
আবেগ ভরা বিভোর কাঁদন।
সেই দিনের সেই তাজা ফুল সব যায় গো আজি পঁচে
কি সুখ পেলে তুমি ওগো আমার দুঃখ রচে?
আদালতে বিচার চেয়ে তুমি যখন বাদী
(তখন) মস্ত অপরাধী আমি মস্ত অপরাধী!
আজকে চেয়ে আড়চোখেতে
সেল মারিলে এই বুকেতে
নিরব হয়ে মেনে নিলাম মুখে কুলুপ এঁটে
কি অপরাধ ছিল আমার দেখিনি আর ঘেটে।
সেই দিনের সেই মিলন মেলায় আমার মনটা তুষে
চুলের খোঁপায় রকমারি ফুল দিতে গো খুসে।
অশ্রু ঝরা তোমার কাঁদন
মনে দিয়ে ছিল বাঁদন।
অন্ধকারে অকারণে যাচ্ছ গো দোষ গেয়ে
(তবু) আমি খুশি তোমা হতে একটা কিছু পেয়ে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২২/০৭/২০১৪মুগ্ধ হয়ে গেলাম লিখনীতে। অসাধারন লিখনী কবি। শুভরাত্রি।