দুঃখ মিটানোর শিল্প
মনের সকল শঙ্খা ঝেরে
দুঃখ ধর চেপে,
মুক্ত তুমি হবে নিশ্চয়
দুঃখই উঠবে কেঁপে।
পলকে পলকে ধাঁধা
কদমে কদমে বাঁধা।
দেখা দেবে এসে হয়ত
জঞ্জাল সমাহার,
পালাবে পলকে সকল
শুনে তব হুঙ্কার।
জ্বালাদেরে করে মালা
গলেতে নাও পড়ে,
তব দেহের তাপে তাহা
শেষে যাবে ঝরে।
আরো যদি পাও তবু
কাবু না হয়ো কভু।
দুঃখ ওগো মিটাতে লও
শিল্পের ধকল,
সদা ভাব স্রষ্টা সহায়
তাতে হবে সফল।
দুঃখ ধর চেপে,
মুক্ত তুমি হবে নিশ্চয়
দুঃখই উঠবে কেঁপে।
পলকে পলকে ধাঁধা
কদমে কদমে বাঁধা।
দেখা দেবে এসে হয়ত
জঞ্জাল সমাহার,
পালাবে পলকে সকল
শুনে তব হুঙ্কার।
জ্বালাদেরে করে মালা
গলেতে নাও পড়ে,
তব দেহের তাপে তাহা
শেষে যাবে ঝরে।
আরো যদি পাও তবু
কাবু না হয়ো কভু।
দুঃখ ওগো মিটাতে লও
শিল্পের ধকল,
সদা ভাব স্রষ্টা সহায়
তাতে হবে সফল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু ছায়েম ২১/০৭/২০১৪দারুন ছন্দের মিল
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪সাবলীল ভাষায় চমৎকার ভাবনার প্রকাশ। বেশ ভালো লাগলো।
-
আবু সাহেদ সরকার ২০/০৭/২০১৪আসরে স্বাগতম কবি। ছন্দে ছন্দে বেশ ভালই লাগলো কবিতা। আমার পাতায় আসবেন।
-
মল্লিকা রায় ২০/০৭/২০১৪সম্বল করে নিলাম কবির বাণী---