www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর একবার জেগে উঠি

আর একবার জেগে উঠি
আব্দুল কাদির মিয়া
===================

আর একবার জেগে উঠি
একবার চেয়ে দেখি-
এই শেষ জীবনের বিদায়ে।

ঘুমিয়ে ছিলো যে ওরা-
স্মরণের গিরি চূড়া,
কস্তুরি সুরভিতে-
ডুবিয়ে সুশানে ভরা।

এমনিতে গেলো সবি ফুরিয়ে,
এই শেষ জীবনের বিদায়ে।

আর একবার জেগে উঠি-
একবার চেয়ে দেখি,
এই শেষ জীবনের বিদায়ে।

ফুল আর ফুটে নাতো-
বৃদ্ধ বাগানে মধু,
মক্ষিকা বড় আজি ক্লান্ত।

স্মৃতির বাঁধনে আজি-
অঙ্গার পুড়ে পুড়ে,
হৃদয়ের শত চাওয়া-
গুমরে কেঁদে সে মরে,
আল শুখা বেদনায় শ্রান্ত।

যষ্টিতে ভর তোলে-
হলেও এক শোকাহত,
রক্ত জ্বালানি বাতি-
দেখি চেয়ে গেলো নাকি নেতিয়ে।

ঐ দূর হয়তো-বা
একটু আছে কি বাকি,
নিদারুণ অন্তরে-
বুঝেনা জনমের ফাঁকি।

আর একবার জেগে উঠি-
একবার চেয়ে দেখি,
এই শেষ জীবনের বিদায়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast