www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চায় মন আরো কিছু কাঁদতে

চায় মন আরো কিছু কাঁদতে
আব্দুল কাদির মিয়া
====================
পুরোনো দিনের কথা
মনে পড়ে যায় আজ,
স্মরণের পাতা ভরা ক্লান্তে।

বুক ফাঁটা কান্না যে-
বাঁধ ভেঙে ছুটে আসে,
ক্ষণিকের অবিরামে-
সাধ নাহি কিছু মিটে,
চায় মন আরো কিছু কাঁদতে,
স্মরণের পাতা ভরা ক্লান্তে।

মায়ের মানিক আমি-
চাঁদ যেন তাঁর কোলে,
রতনা সে বোন মায়ের মনিহার।

বাতাসের উড়া ধরে-
কুলোতে মা ধান ঝাড়ে,
পিছু বারে বারে খোঁজে মোদের-
দিঘী পাড়।

নাড়ীর বাঁধনে তুমি-
তবু কেন মুছে গেছো,
বিবেক চাহেনা সেতো জানতে,
দুচোখ করেছো তাড়া-
কেন এত দিশেহারা,
চায় মন আরো কিছু কাঁদতে।

পিছু ফেলা দিনগুলো-
কোথায় হারিয়ে গেলো,
নিঠুরে সে হৃদয়ের নীলিমায়।

হঠাৎ কেন যে আজি-
পিত্তের স্মৃতি-
কাড়া নেড়ে নেড়ে ডাকে,
বোন-দাদা আয়।

দাদা আয় দাদা আয়-
ঐ দূর হিজলের ঢালাতে,
দুপুরের শেষ বেলা,
দুজনাতে করি খেলা-
জাগিলে মা পারবোনা পালাতে,
দেখি স্মরণের পাতা ভরা ক্লান্তে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast