মোহাম্মদ নূর
মোহাম্মদ নূর
আব্দুল কাদির মিয়া
===============
মোহাম্মদ নূর মাওলারি নূর
দেখরে দুনিয়া,
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
কাকলীর ঐ মধুর ধ্বনি-
শ্রান্ত শয়ন ঘুম রজনী,
শিশির ঝরা ফুলে ফুলে-
দোলেরে মুনিয়া।
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
ঐ চাঁদ চাঁদিমা-
নিশির ঝরা,
ঢেউ খেলেরে হৃদয় ভরা,
গাঙ রুপালীর-
কল সে তরঙ্গ-
দেখরে শুনিয়া।
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
সুশীতল ঐ মলয় উড়া-
জুঁই কামিনীর সুবাস ভরা,
সুবহে সাদিকে-
এলোরে পৃথিবীর-
দমেতে ভরিয়া।
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
আব্দুল কাদির মিয়া
===============
মোহাম্মদ নূর মাওলারি নূর
দেখরে দুনিয়া,
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
কাকলীর ঐ মধুর ধ্বনি-
শ্রান্ত শয়ন ঘুম রজনী,
শিশির ঝরা ফুলে ফুলে-
দোলেরে মুনিয়া।
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
ঐ চাঁদ চাঁদিমা-
নিশির ঝরা,
ঢেউ খেলেরে হৃদয় ভরা,
গাঙ রুপালীর-
কল সে তরঙ্গ-
দেখরে শুনিয়া।
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
সুশীতল ঐ মলয় উড়া-
জুঁই কামিনীর সুবাস ভরা,
সুবহে সাদিকে-
এলোরে পৃথিবীর-
দমেতে ভরিয়া।
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৮/০৩/২০২৫সুন্দর সাবলীল কথাগুলো প্রিয় কবি 🌹
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৩/২০২৫ভাল লেখা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৩/২০২৫ভালো