www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহাম্মদ নূর

মোহাম্মদ নূর
আব্দুল কাদির মিয়া
===============
মোহাম্মদ নূর মাওলারি নূর
দেখরে দুনিয়া,
তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।

কাকলীর ঐ মধুর ধ্বনি-
শ্রান্ত শয়ন ঘুম রজনী,
শিশির ঝরা ফুলে ফুলে-
দোলেরে মুনিয়া।

তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।

ঐ চাঁদ চাঁদিমা-
নিশির ঝরা,
ঢেউ খেলেরে হৃদয় ভরা,
গাঙ রুপালীর-
কল সে তরঙ্গ-
দেখরে শুনিয়া।

তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।

সুশীতল ঐ মলয় উড়া-
জুঁই কামিনীর সুবাস ভরা,
সুবহে সাদিকে-
এলোরে পৃথিবীর-
দমেতে ভরিয়া।

তাঁর নাই কিছু ভিন-
উপর নিচু-
দেখরে গুনিয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast