সুর ডাকে বান হৃদ পাত্থরে
সুর ডাকে বান হৃদ পাথরে
আব্দুল কাদির মিয়া
===================
রক্তের স্রোত ধারা
কঠিন হৃদয়ে চলে-
মমতার কেড়ে নিলো চিহ্ন।
সুর শ্রাবন বাদরে তুমি,
আকাশের নীলে বিঁধে প্রাণ।
মেঘের উড়ালে তুমি-
চাঁদেরই জ্যোৎস্না ঢেকে।
অন্তর ঝরে পড়ো-
শিল্পির হৃদয়ে তুমি-
কণ্ঠেতে তুলো ঝড়ো গান।
মাটির ভুবনে তোমার-
সাগরের ঢেউগুলো,
বাতাসেরও বুকে একরাশ-
আজি চোখের ফোঁটাতে ফোঁটা-
বৃষ্টির নিশা ছুটা,
কেন আঘাতের ডাকে নির্যাস।
বলো সে পৃথিবী তুমি,
হৃদয় পাথুরে আমার-
বুঝেনা যে কান্নার প্রতিদান।
জীবনের সন্ধ্যাতে-
কেন সে ব্যাথিত আজি,
অন্তর চিতা দাহ-
পাথর কাঁদালো বুঝি,
সুরে বাঁধা কণ্ঠের কোন গান,
বুঝেনা যে কান্নার প্রতিদান।
আব্দুল কাদির মিয়া
===================
রক্তের স্রোত ধারা
কঠিন হৃদয়ে চলে-
মমতার কেড়ে নিলো চিহ্ন।
সুর শ্রাবন বাদরে তুমি,
আকাশের নীলে বিঁধে প্রাণ।
মেঘের উড়ালে তুমি-
চাঁদেরই জ্যোৎস্না ঢেকে।
অন্তর ঝরে পড়ো-
শিল্পির হৃদয়ে তুমি-
কণ্ঠেতে তুলো ঝড়ো গান।
মাটির ভুবনে তোমার-
সাগরের ঢেউগুলো,
বাতাসেরও বুকে একরাশ-
আজি চোখের ফোঁটাতে ফোঁটা-
বৃষ্টির নিশা ছুটা,
কেন আঘাতের ডাকে নির্যাস।
বলো সে পৃথিবী তুমি,
হৃদয় পাথুরে আমার-
বুঝেনা যে কান্নার প্রতিদান।
জীবনের সন্ধ্যাতে-
কেন সে ব্যাথিত আজি,
অন্তর চিতা দাহ-
পাথর কাঁদালো বুঝি,
সুরে বাঁধা কণ্ঠের কোন গান,
বুঝেনা যে কান্নার প্রতিদান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৩/২০২৫ভাল
-
আমি-তারেক ২০/০৩/২০২৫বাহ সুন্দর লেখনি
-
আলমগীর সরকার লিটন ২০/০৩/২০২৫বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ১৮/০৩/২০২৫সুন্দর উপস্থাপন, বেশ ভালো লাগলো