www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুলীন সেবা পূণ্য

কুলীন সেবা পূণ্য
আব্দুল কাদির মিয়া
===============
জয় হলে চারিদিকে
মানুষের মুখে মুখে,
জয়ধ্বনী বিরবির।

ক্ষয় হলে শুভ বলে,
জয় হলে শূলে জ্বলে,
মধু মিঠা বলিতেও-
মনে করে খিট খিট।

কে সে ওরা-
জেনেও তোরা,
ডরে আগাম সালামে।

জালিমের পিলা জিনে-
তেজস্বী মর্দনে,
আরো সবল করিলি পিলা,
রং মাখা কুলীনের-
ভাগ্যের চাবিটি তোর-
পেতো যদি নাগালের।

গোলামের পিঞ্জরে-
লাগাম পরাতো ভরে।

হাতে কড়া পায়ে বেড়ি-
লাগাতো শক্ত করে,
কোমরে লাগাতো দড়ি জনমের।

বুঝে না বুঝে থোরা-
আজ্ঞে জি বলে তোরা,
কাঁপুনিতে তোষামোদি-
করে গেলি হুজুরের।

পেলি কি জীবনে কিছু-
হেঁটে তাঁর পিছু পিছু?

ফিরতি পানীয় বিনে-
লেজ কাটা বানরের।

দশ হতে দেশ ধরে-
জুলুমের ঘোর তরে,
প্রতিবাদে বুক খানি-
বাড়ালো যেজন।

কুলীন বলিবি তাঁরে-
পড়শীর ফের পারে,
অতিথি ভোজন সেবায়-
সেবক সেজন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast