হেরেও ছাড়িনি তোমায়
হেরে ও ছাড়িনি তোমায়
আব্দুল কাদির মিয়া
==================
শোধ নিতে সাধ জেগেছিলো আজি
পোড়ান্তর ঘরে।
মিলাবো ছন্দে তাঁরি,
দুঃখ যত দিলে মোরে।
ফিরিয়ে দিবো তোমায়-
আরও হাজার শোক ভরে,
আজও আমি হেরে গেলাম-
ওগো পাষাণ তোমার ধারে।
এত কাঁদালে আমায়-
তবু কিছুই লিখতে নারি,
তোমায় ফিরিয়ে দিব যে-
ঐ নীল পদ্ম পাড়ে।
শিমুলের তল আজও আছে সেই-
যেথা বসেছিনু দুজনায় চুপিসারে,
কতকাল পরে আজও-
সেই স্মৃতির গভীরে ফেলে আসা-
সকল যন্ত্রণা মুছে দিলো,
তুমি পাশে আছো বলে।
সেই যেন ক্ষনিকের তরে,
ভূল ভাঙলো যে মোর-
আর সহিতে না পেরে,
ঐ ব্যথিত ঝিলের জলে-
দুঃখে ক্ষোভে তাইতো কেঁপে,
ডাকিলো সে আমায়-
ওরে নির্লজ্জ উদাসিনী বলে।
কত আমায় ঝাড়াবি বুকে-
তাঁরই মিথ্যে ছলে।
কাঁদাবি আরও বাকি জনম,
ফেলবি আমায় ঝরছি যেমন।
তেমনি শোধ নিতে ভুল হলে-
ওরে স্মরণ কি তোঁর বিরহের জ্বালা,
পুড়লো এমনি করে?
ঐ লিখনি টা তোর বুকে ধরে-
আজও রাখলি যাহা অন্তরে পুরে,
প্রথম মিলনে সেই স্মৃতি খানি তোকে-
সেতো দিলো আমারই পাড়ে,
থাকিতে পারিনি স্থির-
তাই কাম্নার জোয়ার আঁচলে চেপে ধরে।
ওগো তোমার স্মৃতির পরশ খানি-
আরো জড়িয়ে ধরেছি বুকে,
নহেতো ঐ সর্বনাশা ঝিলের জলে-
সেতো নিতে পারে বলে কেড়ে।
আব্দুল কাদির মিয়া
==================
শোধ নিতে সাধ জেগেছিলো আজি
পোড়ান্তর ঘরে।
মিলাবো ছন্দে তাঁরি,
দুঃখ যত দিলে মোরে।
ফিরিয়ে দিবো তোমায়-
আরও হাজার শোক ভরে,
আজও আমি হেরে গেলাম-
ওগো পাষাণ তোমার ধারে।
এত কাঁদালে আমায়-
তবু কিছুই লিখতে নারি,
তোমায় ফিরিয়ে দিব যে-
ঐ নীল পদ্ম পাড়ে।
শিমুলের তল আজও আছে সেই-
যেথা বসেছিনু দুজনায় চুপিসারে,
কতকাল পরে আজও-
সেই স্মৃতির গভীরে ফেলে আসা-
সকল যন্ত্রণা মুছে দিলো,
তুমি পাশে আছো বলে।
সেই যেন ক্ষনিকের তরে,
ভূল ভাঙলো যে মোর-
আর সহিতে না পেরে,
ঐ ব্যথিত ঝিলের জলে-
দুঃখে ক্ষোভে তাইতো কেঁপে,
ডাকিলো সে আমায়-
ওরে নির্লজ্জ উদাসিনী বলে।
কত আমায় ঝাড়াবি বুকে-
তাঁরই মিথ্যে ছলে।
কাঁদাবি আরও বাকি জনম,
ফেলবি আমায় ঝরছি যেমন।
তেমনি শোধ নিতে ভুল হলে-
ওরে স্মরণ কি তোঁর বিরহের জ্বালা,
পুড়লো এমনি করে?
ঐ লিখনি টা তোর বুকে ধরে-
আজও রাখলি যাহা অন্তরে পুরে,
প্রথম মিলনে সেই স্মৃতি খানি তোকে-
সেতো দিলো আমারই পাড়ে,
থাকিতে পারিনি স্থির-
তাই কাম্নার জোয়ার আঁচলে চেপে ধরে।
ওগো তোমার স্মৃতির পরশ খানি-
আরো জড়িয়ে ধরেছি বুকে,
নহেতো ঐ সর্বনাশা ঝিলের জলে-
সেতো নিতে পারে বলে কেড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৯/০৩/২০২৫Besh sundor onuvutir prokash
-
নুরনবী সরকার ০৭/০৩/২০২৫সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২৫অসাধারণ লেখায় অনবদ্য প্রকাশ