শব-ই-বরাত
শব-ই-বরাত
আব্দুল কাদির মিয়া
================
জাগো হে ধরণী
আজি এলো সে রজনী-
ক্ষমা প্লাবনের-
ডাকে মধু ঝড়।
দরদ ঢালিয়া-
দ্বোর আরশে মেলিয়া,
নর ডাকে এসো এসো হে ঈশ্বর।
এই ধরণীর দিনে-
আজি সৃজনেরই কূলে,
ঐ উড়ে মেঘ নীলিমাতে কয়।
শোনো শোনো তারা-
চাঁদ গিরি হে ফোয়ার,
কাননেরও ফুলে-
সবি হেসে দুলে দুলে,
বলে-
এলো নিশি,
ক্ষমা পরিচয়।
যত পাপি-তাপি-
জগতের পতি,
দেখো দেখো আজি-
বলে কোন গতি,
সে তো বলে নেই আজি-
নেই কোনো ভয়।
এসো মোর কাছে-
বলো হাতে হাত মুছে,
চোখ জলে ভরা-
বুকে ভেসে ভেসে-
ক্ষমা করো প্রভু-
ওগো দয়াময়।
হাসে রে ধুলট-
হাসেরে ভুলোক,
আজি হাসে রে নিখিলের প্রাণ-
শব-ই-বরাতের কোলে,
আজি হৃদয়ের দোলা-
তুমি আদরে ধরো হে মহান।
আব্দুল কাদির মিয়া
================
জাগো হে ধরণী
আজি এলো সে রজনী-
ক্ষমা প্লাবনের-
ডাকে মধু ঝড়।
দরদ ঢালিয়া-
দ্বোর আরশে মেলিয়া,
নর ডাকে এসো এসো হে ঈশ্বর।
এই ধরণীর দিনে-
আজি সৃজনেরই কূলে,
ঐ উড়ে মেঘ নীলিমাতে কয়।
শোনো শোনো তারা-
চাঁদ গিরি হে ফোয়ার,
কাননেরও ফুলে-
সবি হেসে দুলে দুলে,
বলে-
এলো নিশি,
ক্ষমা পরিচয়।
যত পাপি-তাপি-
জগতের পতি,
দেখো দেখো আজি-
বলে কোন গতি,
সে তো বলে নেই আজি-
নেই কোনো ভয়।
এসো মোর কাছে-
বলো হাতে হাত মুছে,
চোখ জলে ভরা-
বুকে ভেসে ভেসে-
ক্ষমা করো প্রভু-
ওগো দয়াময়।
হাসে রে ধুলট-
হাসেরে ভুলোক,
আজি হাসে রে নিখিলের প্রাণ-
শব-ই-বরাতের কোলে,
আজি হৃদয়ের দোলা-
তুমি আদরে ধরো হে মহান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৬/০২/২০২৫অনেক শুভ কামনা রইল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০২/২০২৫ভাল
-
ফয়জুল মহী ১৪/০২/২০২৫সুন্দর উপস্থাপনা