www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছিলে তুমি আজ নেই বলে মন

ছিলে তুমি আজ নেই বলে মন
আব্দুল কাদির মিয়া
======================
ছিলে তুমি আজ নেই বলে মন
করে শুধু হাহাকার।

চোখের নদীতে আমি,
ভেসে আছি তোমায়-
মনে পরে বারবার।

নাই ছিলে ভালো,
স্বপনে আমার-
হৃদয়ের ঘর খানি ভরে।

শিশির কলিকা মজে,
নিঠুরে কেঁদে।

বেদনার স্মৃতি ধুয়ে পরে,
আছে কি-
তোমার সেই রাঙানো হাতে,
প্রণয়নের মিছে খেলা করে।

আজও আছে যে মেহেদী গুলো-
আমার কুলোতে শুকিয়ে পড়ে,
ফেলেনি তবু তাঁরে-
সাজ ডালাতে আমি তুলিয়া রেখেছি ধরে।

নিরাশার মেঘ ঢেলে-
দিলে উপহার।
মুছেনি আজও স্মৃতি ঝরে।


ছিলে তুমি আজ নেই বলে মন -
করে শুধু হাহাকার,
চোখের নদীতে আমি ভেসে আছি তোমায়-
মনে পরে বারবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast