www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সরসিনী হে

সরসিনী হে

আব্দুল কাদির মিয়া
===============
সুধা বাদরে ঝরা
লাল কুমুদে ভরা,
মৃদু হিল্লোলে সরসিনী তুমি-
তুমি ভোরের ঐ পূর্ব দিগন্ত-
রঞ্জন রৌশনাই যেন,
সেই তিথি পূর্ণিমার-
ঢল ঢল কৌমুদী গড়া,
মধু স্মৃতি মমতার-
এক হৃদয় বিগলিত,
স্নিগ্ধ তুমি।

মুগ্ধ শরতের সেই ওসা ভেজা-
কঁচি পল্লবে আর্বিত,
মুক্তর নূর ছটায়,
যেন মেলা ঘন নীরব-
হাসিতে তুমি,
করুণার পিদিম জ্বেলে-
নিঃশব্দ এক ঈর্ষা ধরা,
আবেগের হিমেল পর্শ ইশারায়-
আমায় ডাকছো।

তুমি বসন্ত নব বারতার-
শিহরণে আদরে মরমি দোলা,
ঐ ফুটন্ত শিমুলের শাখে,
বউ কথা কও সেই দূরন্ত সখা,
তাঁর ডানা ভরে-
সিন্ধু পাহাড়ের বুক ছেড়ে,
যেন তোমারি ঘুঙুর ঝুমরি-
ঐ নেশা ধরা লহরীর,
সুরভিত ছোঁয়াতে,
ওহে নয়ন চেয়েছে মেলে।

নীলাভ নীলিমার মেঘ কুঞ্জ-
নীলাবতি তুমি,
সরষের হলদে হলুদ-
পুষ্প থোকার সেই হেলে পরা-
রোদ্রের একটু ছায়া ধরা,
দূরন্ত দুর্দম নৃত্তের ভাসা-
গোধূলির রং মাখা রংধনুর,
সাজ কাড়া উড়ন্ত প্রজাপতি তুমি।

শুধা বাদরে ঝরা-
লাল কুমুদে ভরা,
মৃদু হিল্লোলে সরসিনী হে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast