www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলনা রে মন

বলনা রে মন
আব্দুল কাদির মিয়া
===============
বলনা রে মন
এই কিছুক্ষণ,
হৃদয় নদীর জল,
পরলো যে তোর দুচোখ ভরে-
চাপলো কে তাঁর কল।

সেই ব্যাথা কলির যৌবনে তোর-
ফুটন বোটায় উঠে,
তুই দেখলি তো সেই-
নিঃসারিত-
পড়লো যখন ফুটে।

ঐ শূল ক্রুশেরই-
ফুলগুলো সব,
তুই নিজেই কি তাঁর মালি?
পুতলি কি তাঁর বীজ বিচালি-
দেখ চোখ বুজে খেয়ালে।

জগৎ অতিথি ঘরে-
যদি বাসে কাল ঝড়ে,
ফুটিলো সে আল চিতা-
যারি পাজর কাননে।

সহাতে সে সুবাসিত,
স্বর্গ সুদান কৃত-
কস্তুরি রবে সে মৌ,
বক্ষ্য সে দানে।

করিলে জীবনে যত-
সুখিত ভ্রমণ,
ধরাকূলে আছে কি ঢের-
ব্যাথা আহরণ।

নহেতো ব্যথিত বুকে-
ঢালো হৃদয়ের জল,
সেথা অগ্নি তৃষাতে নহর-
পাবে পরিমল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast