সোনায় কিছু রাং
সোনায় কিছু রাং
আব্দুল কাদির মিয়া
===============
ঐ সে নাবিক সোনার তরী
বৈঠাতে পাল চলছে উড়ি,
কূল কিনারের প্রহরী কুলমান।
ঐ দেখি দশ চোখের জ্যোতি-
রাখছে ধরে বিধির গতি,
দেখ চেয়ে কার চোখে ঘুমের তান।
ওরা দিনেই দেখে ভাগ্য তারা,
রাত আঁধারের ঢাকায় পড়া,
ডাকছে রুপার ঝলক ছেড়ে-
একটু মেরে উঁকি।
বলে আয়না বিধির পাখায় উড়ে-
এইতো আমি অল্প দূরে,
খুলবে যে মোর পায়ের বেড়ি-
আমি করবো চির সুখী।
রাত গভীরের পাখি উড়া-
ভোরের কুজন গায়।
নিদ্রিত মন কর্ণকুহর-
তৃপ্তিতে ঝড় গুনলো প্রহর,
জাগলো তাড়ায় দেখলো চেয়ে-
আর রাত নাহি পোহায়।
আজি সত্য ভোরের স্নিগ্ধ হাওয়া,
বেদের তিমির তপ্ত ধাওয়া,
লুপ্ত শ্মশান পুড়ছে হৃদয়,
বুকের ধ্বনি পিষে।
সেথা নেই বাদে সেই কূল প্রহরী-
নিষ্ঠাতে যার নেইকো জুরি,
এক সনদের সোনায় কিছু-
রাং এর মিলন বিষে।
ঐসে নাবিক ঘর্ম বেয়ে-
পূব দিগন্তে ছূটলো ধেয়ে,
প্রান্ত কূলে ভোরের শিখায়-
চিনলে তাঁদের মুখ।
রক্ত চোখে খিপ্ত জ্বলে-
ধরলে ওদের চিবুক শূলে,
হাসবে অরুণ জয় গেয়ে জয়-
সুখে উঠবে ভরে বুক।
আব্দুল কাদির মিয়া
===============
ঐ সে নাবিক সোনার তরী
বৈঠাতে পাল চলছে উড়ি,
কূল কিনারের প্রহরী কুলমান।
ঐ দেখি দশ চোখের জ্যোতি-
রাখছে ধরে বিধির গতি,
দেখ চেয়ে কার চোখে ঘুমের তান।
ওরা দিনেই দেখে ভাগ্য তারা,
রাত আঁধারের ঢাকায় পড়া,
ডাকছে রুপার ঝলক ছেড়ে-
একটু মেরে উঁকি।
বলে আয়না বিধির পাখায় উড়ে-
এইতো আমি অল্প দূরে,
খুলবে যে মোর পায়ের বেড়ি-
আমি করবো চির সুখী।
রাত গভীরের পাখি উড়া-
ভোরের কুজন গায়।
নিদ্রিত মন কর্ণকুহর-
তৃপ্তিতে ঝড় গুনলো প্রহর,
জাগলো তাড়ায় দেখলো চেয়ে-
আর রাত নাহি পোহায়।
আজি সত্য ভোরের স্নিগ্ধ হাওয়া,
বেদের তিমির তপ্ত ধাওয়া,
লুপ্ত শ্মশান পুড়ছে হৃদয়,
বুকের ধ্বনি পিষে।
সেথা নেই বাদে সেই কূল প্রহরী-
নিষ্ঠাতে যার নেইকো জুরি,
এক সনদের সোনায় কিছু-
রাং এর মিলন বিষে।
ঐসে নাবিক ঘর্ম বেয়ে-
পূব দিগন্তে ছূটলো ধেয়ে,
প্রান্ত কূলে ভোরের শিখায়-
চিনলে তাঁদের মুখ।
রক্ত চোখে খিপ্ত জ্বলে-
ধরলে ওদের চিবুক শূলে,
হাসবে অরুণ জয় গেয়ে জয়-
সুখে উঠবে ভরে বুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৩/১২/২০২৪Excellent
-
মোঃ সোহেল মাহমুদ ২১/১২/২০২৪বেশ ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১২/২০২৪ভাল
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/১২/২০২৪অসাধারণ
-
ফয়জুল মহী ১৮/১২/২০২৪সুশোভন
-
আমি-তারেক ১৮/১২/২০২৪Besh sundor chondomoi lekha