ডোরা কালো ঐ শাড়ী টা
ডোরা কালো ঐ শাড়ী টা
আব্দুল কাদির মিয়া
=================
ডোরা কালো ঐ শাড়ী টা
পরলে সাথী তোরে,
তুই দেখিসনা আমি তোরে-
দেখি কেমম করে।
মন চাহে তোর হাত ধরে সেই-
কাছে টানি আগে,
দেখলে সে কেউ আর পারি না-
শরম শরম লাগে।
চির সাথী বলনা রে তুই-
আমি কি নই তোর বর?
তবু বুক ফাটে তো বলতে নারি-
কেমন সে পর পর।
তোর আউলা কেশে চলন ফিরে-
দেখলে চুপি উঁকি মেরে,
মন করে দরফর।
বুঝলে সে তুই আমার মনে-
বলছে যেমন কানে কানে,
বলবি যে তুই আমিই কি-না-
লাজ হারা চোখ চোর।
সাথী ডোরা কালো ঐ শাড়ী টা-
তুই পরলে বারে বারে,
তোরে কেমনে বলি-
আমার কাছে,
কেমন লাগে তোরে।
সাথীরে তুই যে আমার জীবন মরণ-
শুধু তুই যে আমার মন,
তুই বিনে এই ভুবন আমায়-
রাখবে কতক্ষণ।
তোর সমাধি আমি যে মৃত-
তোর হাসিতেই মরণ শত,
ঢেউয়ের সাগর ভয় করিনা-
দিতেই আমি পাড়ি।
তোর জগতেই থাকবো আমি-
তাই সবি তোর অনেক দামি,
যেন সুন্দরে তোর-
ডোরা কালো,
ঐ পরনের শাড়ী।
আব্দুল কাদির মিয়া
=================
ডোরা কালো ঐ শাড়ী টা
পরলে সাথী তোরে,
তুই দেখিসনা আমি তোরে-
দেখি কেমম করে।
মন চাহে তোর হাত ধরে সেই-
কাছে টানি আগে,
দেখলে সে কেউ আর পারি না-
শরম শরম লাগে।
চির সাথী বলনা রে তুই-
আমি কি নই তোর বর?
তবু বুক ফাটে তো বলতে নারি-
কেমন সে পর পর।
তোর আউলা কেশে চলন ফিরে-
দেখলে চুপি উঁকি মেরে,
মন করে দরফর।
বুঝলে সে তুই আমার মনে-
বলছে যেমন কানে কানে,
বলবি যে তুই আমিই কি-না-
লাজ হারা চোখ চোর।
সাথী ডোরা কালো ঐ শাড়ী টা-
তুই পরলে বারে বারে,
তোরে কেমনে বলি-
আমার কাছে,
কেমন লাগে তোরে।
সাথীরে তুই যে আমার জীবন মরণ-
শুধু তুই যে আমার মন,
তুই বিনে এই ভুবন আমায়-
রাখবে কতক্ষণ।
তোর সমাধি আমি যে মৃত-
তোর হাসিতেই মরণ শত,
ঢেউয়ের সাগর ভয় করিনা-
দিতেই আমি পাড়ি।
তোর জগতেই থাকবো আমি-
তাই সবি তোর অনেক দামি,
যেন সুন্দরে তোর-
ডোরা কালো,
ঐ পরনের শাড়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০২/১২/২০২৪খুব সুন্দর।
-
ফয়জুল মহী ০২/১২/২০২৪Excellent