ক্ষুধার চিতা চিত্ত
ক্ষুধার চিতা চিত্ত
আব্দুল কাদির মিয়া
===============
শত সাজের পসরা গুলো
দেহ পেলো কর,
তবুও যে তাঁর পূর্ণ যেন-
শূন্য মনের ঘর।
চায় টা কি সে পায়না খুঁজে-
ঢেউয়ের প্রবল ভার,
সয় না তবুও সাধ মিটেনা-
হৃদয় নদীর পাড়।
দেখছি কাকে ডাকছে আবার-
হতাশ ঝড়ের তোড়ে,
আমায় পাড় করে দাও-
এইতো আমার বাড়ি অল্প দূরে।
রাত্রি গভীর নেই চোখে ঘুম-
ওরাই যে তাঁর মৃত্যু স্ব-যম,
ওরাই এসে বলছে হেসে-
রাখছে ধরে ওদেরই পাশে,
বলছে আমার সঙ্গ-সাথী-
কিসের এতো তাড়া।
আপন যেজন না যাও ফেলে-
জনম সাথী হর্ষ কূলের,
এইতো সখা চিত্ত ভুলা-
নিখিল বন্দী কারা।
তুমি আর না এসো সেইতো ভালো-
আমিও আমার মন্দ কালো,
জাগবো নিশি দরদ ঢেলে-
জগৎ চোখে ঘুম,
ছ্রান্ত মুছে স্বজল আলো-
ধরবো স্বপন ভ্রান্ত কালো,
ওরা লইবে আমারই আলোর দিশা-
কি সে মৃত্যু যম।
এবার উঠলো নেচে তাহার পরাণ,
গাইলো হেসে সেই জয়গান,
বন্ধু ওহে রাগ করো না-
তুমি আছোই বলে।
তোমার আঁধার নিঝুম কূলে-
শত নামহারা ঐ কাঁটারিফুলের-
সুন্দরে সেই ভুবন প্রদীপ-
আমার উঠলো বুকে জ্বলে।
তুমি দাও সাড়া দাও-
আরও অনেক,
নইলে আমার ঘর।
সাজবেনা সেই সাত রাজার ধন-
শূন্য বালুচর।
আব্দুল কাদির মিয়া
===============
শত সাজের পসরা গুলো
দেহ পেলো কর,
তবুও যে তাঁর পূর্ণ যেন-
শূন্য মনের ঘর।
চায় টা কি সে পায়না খুঁজে-
ঢেউয়ের প্রবল ভার,
সয় না তবুও সাধ মিটেনা-
হৃদয় নদীর পাড়।
দেখছি কাকে ডাকছে আবার-
হতাশ ঝড়ের তোড়ে,
আমায় পাড় করে দাও-
এইতো আমার বাড়ি অল্প দূরে।
রাত্রি গভীর নেই চোখে ঘুম-
ওরাই যে তাঁর মৃত্যু স্ব-যম,
ওরাই এসে বলছে হেসে-
রাখছে ধরে ওদেরই পাশে,
বলছে আমার সঙ্গ-সাথী-
কিসের এতো তাড়া।
আপন যেজন না যাও ফেলে-
জনম সাথী হর্ষ কূলের,
এইতো সখা চিত্ত ভুলা-
নিখিল বন্দী কারা।
তুমি আর না এসো সেইতো ভালো-
আমিও আমার মন্দ কালো,
জাগবো নিশি দরদ ঢেলে-
জগৎ চোখে ঘুম,
ছ্রান্ত মুছে স্বজল আলো-
ধরবো স্বপন ভ্রান্ত কালো,
ওরা লইবে আমারই আলোর দিশা-
কি সে মৃত্যু যম।
এবার উঠলো নেচে তাহার পরাণ,
গাইলো হেসে সেই জয়গান,
বন্ধু ওহে রাগ করো না-
তুমি আছোই বলে।
তোমার আঁধার নিঝুম কূলে-
শত নামহারা ঐ কাঁটারিফুলের-
সুন্দরে সেই ভুবন প্রদীপ-
আমার উঠলো বুকে জ্বলে।
তুমি দাও সাড়া দাও-
আরও অনেক,
নইলে আমার ঘর।
সাজবেনা সেই সাত রাজার ধন-
শূন্য বালুচর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১২/১১/২০২৪খুব ভালো হয়েছে।
-
ফয়জুল মহী ১০/১১/২০২৪🌅 অনেক সুন্দর কথা লিখেছেন প্রিয়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১১/২০২৪ভালো