www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের পদ্ম

মনের পদ্ম
আব্দুল কাদির মিয়া
===============
জন পদ্ম আজই মনের ঘরে
ফুটছেরে দেখ লাল,
বঙ্গ মাটির জীবন হাসি-
থাকনা চিরকাল।

পদ্ম হৃদয় মুক্ত হাসে-
যদিও সে দামের পাশে,
নীলিমা নিলয় তাঁরই-
মোহে অনুকূল।

জনমও জীবন কালে-
যদিও সে শৈবালে,
চিত্ত হারিনী মম-
সেতো এক ফুল।

নিখিল ও ভুবন ঘরে-
সেতো যেই নরকূলে,
বুক জুড়ে বাদাড়ে ও
বাঁধিলে সে ঘর।

সেথা বজ্র শোষণে তাঁরে-
তিল নাহি ক্ষীণ করে,
অকূল আঁধারে তাঁর,
হাসি নির্মল।

বঙ্গ মাটির কোলে-
দেখি আমি সেই ফুল,
ফুটেছে কি দেখ তোরা-
ঐ কার ধমনী পাঞ্জর।

শুধু নদী জল বিলে-
নহে তৃনমূলে,
আছে পৃথিবীতেই-
তাঁর মধু ঝড়।

বাজা ডঙ্কা বাজা কাশী-
পদ দলনে মোদের ভাগ্য নাশি,
এসো নবীন ও প্রবীণ-
করি হে কামাল,
নাহি চাহি আর বৃক্ষ তমাল,
ফুটা পদ্ম বুকেতে বুক-
রাখি সেতো ফুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast