www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধুরা

বন্ধুরা
আব্দুল কাদির মিয়া
===============
শ্রাবণের ভরা গাঙ
চির সত্যের জোয়ারে ছোঁয়া,
মৃদু দক্ষিণা উড়ার আলিঙ্গন।

মধু বড় সুরে ডাকে কাকাতুয়া-
বসন্ত নীরবে ধেনু চড়ানো সেই-
রাখালের বেনু সুর।

স্থিরহীন হিল্লোলে-
শিমুলের থোকাগুলো,
জীবনের একটু একাকি ক্ষণে আআজও,
সেই স্মৃতির পরশ,
তাঁরই গভীর খেয়ালে-
ভাবান্তর এই হৃদয় চাহুনিতে,
সেই অমুচনিয় যেন সুন্দরে আঁকা।

তেন বন্ধুরা-
আবারো হলো মোদের দেখা।
বসেছিলাম যেন-
সেই বিকেলের রোদ্র হেলান,
সূর্য লালিমার ক্লান্ত বিদায়ের-
রক্তিম আভা,
গোধূলির অন্তিম শয্যা শায়িত-
কিছু মেলা আধারের ঘন ঘনা পেরিয়েও।

আরও কতনা সেই-
মিলনের একান্ত যজ্ঞ,
বিতানের ঝরা ফালি ললাট গড়ানো,
কতনা নিশি ফুড়ালো আধা,
তবুও চাহেনি পরাণ না চাহে কাকেও-
যাই ফেলে একা একা।

তেন বন্ধুরা মেলা দিন পর-
আবারো হলো মোদের দেখা।

কালো কেশে আজ-
ধবলের সাজ,
নিটোলে ডেকেছে খোয়া-
দৃষ্টির বাণ।

সেতো শানে খেপা আলো-
ধেয়ে ছায়া কালো,
মোদের প্রখরে বাঁধিলো তাঁরই-
অবলের ম্লাণ।

আজই পরাণের পৃতিগুলো-
ঢেলে হে মেঘের ঢলে,
নদী ম-ম অশ্রুতে চাই হে বিদায়।

বন্ধুরা আসি থেকো ভালো,
আবারো মিলনে যেন-
সবাইকেই পাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast