www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কপাল হাতে দেখছি পাড়ি

কপাল হাতে দেখছি পাড়ি
আব্দুল কাদির মিয়া
===================
নদীর বুকে তুমুল মলে
উতরে উতরে তরঙ্গ খেলে,
স্বচ্ছ জলের মহামারি-
নেই সে টলোমল।

এপাড় ওপাড় দুকূল আজই-
গুমরে কেঁদে দেয় নারাজি,
পার হতে সব যাত্রীগুলো-
চায় সে নিটোল জল।

ঋতুর বায়ু দক্ষিণ হাওয়া-
কাল খেপনে করলে ধাওয়া,
সরলে পচন জুটলা ধরা-
ত্রি মোহনার জল।

ডাকছে আবার করাল জোরে-
মাল্লা মাঝি আয়না ওরে,
ধর পাড়ি ধর আমার স্রোতে,
দেখ পানি নির্মল।

তবে যাত্রীগুলো রাত্রি বেয়ে-
ভোর আকাশের সূর্য চেয়ে,
দেখলো মলিন মেঘের কালো-
সেথা ক্লান্ত মনের ভিড়।

ওরা পায়না খুঁজে কিনার বুঝে,
দিক হারা ঐ দামেরি তুজে,
যেই ছিলো সেই আগেরই মতো-
স্বচ্ছ নদীর তীর।

হায়রে নদীর সুন্দরে সেই-
উজান ভাটির গান,
আজ স্বপনের মতো স্বপনই দেখি-
নেই সে শীতল প্রাণ।

তবু বিশ্বাসের ঐ
ডিঙ্গি আমার,
মন দরিয়ায় দুলে।

ডাকে দাঁড়াও দাঁড়াও-
আর একটু দাঁড়াও,
দেখো হাত কপালে তুলে,
হয়তো পাড়ি দিবোই এবার-
উঠবো বেয়ে কূলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast