সবাইকে বাঁচাই
সবাইকে বাঁচাই
আব্দুল কাদির মিয়া
===============
আয় ছুটে সব দেখরে চেয়ে
চোখ করে টান তোরা,
কেমন ভাই-বোনেরা ডুবলো বাণের-
ভয়াল গ্রাসের কারা।
ডাকছে ওরা বাঁচাও বাঁচাও-
জলের স্রোতে শাঁ শাঁ ঝাঁ-ঝাউ,
বাবার কাঁধে শিশু মানিক-
নাক ধরা জল টান।
ওরা চায় শুধু আজ বাঁচতে কারো-
একটু ওদের হাতটা ধরো,
তোরা জিকর তুলে আয় না সবাই-
সহায় দয়ার মন।
আকাশ আজই ঝরছে মেলা-
মাটিও ওদের প্রান্ত খোলা,
ঘর পোষেরা কাঁদছে দেদার-
উপোষ ভুখের তাড়া।
নেই আজ ওদের সাধ্য কারো-
নিঃস্ব অধন বিকল আরোও,
হে মানুষের বিবেক সেথা-
দাও মমতার সারা।
এই বিশ্ব জগৎ এক আদমের-
জন্ম পিতা নর,
মোরা নই কেহ নেই জাত ভেদাভেদ-
রক্তে কারোও পর।
সেথা মরছে দেখো ঐযে আমার-
মানুষ জাতের ভাউ,
ছুটে আয়রে মোরা-
বাণের ভেলা,
সবাইকে বাঁচাই।
আব্দুল কাদির মিয়া
===============
আয় ছুটে সব দেখরে চেয়ে
চোখ করে টান তোরা,
কেমন ভাই-বোনেরা ডুবলো বাণের-
ভয়াল গ্রাসের কারা।
ডাকছে ওরা বাঁচাও বাঁচাও-
জলের স্রোতে শাঁ শাঁ ঝাঁ-ঝাউ,
বাবার কাঁধে শিশু মানিক-
নাক ধরা জল টান।
ওরা চায় শুধু আজ বাঁচতে কারো-
একটু ওদের হাতটা ধরো,
তোরা জিকর তুলে আয় না সবাই-
সহায় দয়ার মন।
আকাশ আজই ঝরছে মেলা-
মাটিও ওদের প্রান্ত খোলা,
ঘর পোষেরা কাঁদছে দেদার-
উপোষ ভুখের তাড়া।
নেই আজ ওদের সাধ্য কারো-
নিঃস্ব অধন বিকল আরোও,
হে মানুষের বিবেক সেথা-
দাও মমতার সারা।
এই বিশ্ব জগৎ এক আদমের-
জন্ম পিতা নর,
মোরা নই কেহ নেই জাত ভেদাভেদ-
রক্তে কারোও পর।
সেথা মরছে দেখো ঐযে আমার-
মানুষ জাতের ভাউ,
ছুটে আয়রে মোরা-
বাণের ভেলা,
সবাইকে বাঁচাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৮/২০২৪সকলকেই সহযোগিতায় এগিয়ে আসা উচিত ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৮/২০২৪বেশ
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৮/২০২৪মুগ্ধ হয়ে পড়লাম!
-
আলমগীর সরকার লিটন ২৭/০৮/২০২৪সুন্দর এক অনুভব