www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঁদরে ভুবন

কাঁদরে ভুবন
আব্দুল কাদির মিয়া
===========
কাঁদরে ভুবন হে পৃথিবী
তুই আরোও জোরে কাঁদ,
আজ তুফান ঝড়ের কান্নাগুলো-
ভাংছে শোকের বাঁধ।

দেখ কাঁপছে মাটি শোন পেতে কান-
আসছে ধেয়ে মেঘের কামান,
গর্জনে তাঁর ফাটছে আকাশ-
সাগর ফণার ঢেউ।

উন্মাদি সেই ছোবল তুলে-
নিজকে নিজেই কোপান কুলে,
করছে মাতুম দু-হাত মেরে-
নেই স্থিরে আজ কেউ।

ঐ চাঁদ বদনি মানিক হাসি-
রক্ত লালে উঠলো ভাসি,
এই ছিলো যার সিক্ত পরাণ-
মায়ার ভুবন বুকে।

শত আশার প্রদীপ জ্বেলে-
জাগলো নিশি প্রভাত কালে,
নিভালো ওদের জীবন প্রদীপ-
কোন পাষানের ফুঁকে।

ফারহান ফাইয়াজ, আব্দুল আহাদ, আবু সাঈদ-
ওহে মুগ্ধ, ইমন, সামি-
একটু পরেই আসবে চলন,
সুর সুরভি করবে বরণ-
যাইতে হবে অচিনপুরে-
সেইতো গহীন দূর।

তোমরা আর জেগোনা-
ঘুমিয়ে পরো,
রোজ প্রভাতের পথটি ধরো,
ঐযে ঊষার বিধিম জ্বলা-
পূব দিগন্তের লাল।

সবাই আসবে সেথায় বোরাক চড়ে-
জগৎ হাসির সূর্য ঘিরে,
তেন রইবে স্মরণ জাতির মনে-
জাগবে চিরকাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast