www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজেই কত দূর

নিজেই কত দূর
আব্দুল কাদির মিয়া
===============
বলবো কি নেই বলার কিছু
নিজেই কত দূর,
সব আসলে খুঁত গুলো সব-
নিখুঁত বলার জোর।

ঐ ফুলকলি সব নিজের তরে,
ফুটবে কি ফুটবেনা ভোরে,
সেই নিখুঁতে যদিও বলার-
সত্য নাহি তাঁর।

আছে ফুটলে কলি সুবাসিত,
উঠবে ভরে অনুসৃত,
প্রজন্ম জনম আরোও শত-
বলার অধিকার।

হে পুষ্প তুমি গৌরবে যার,
পঙ্কিলতা হৃদয় ছোঁয়ার মাঝে।

উঠলে ভরে নর সাগরে-
ভাসলে বুকের প্রেম জোয়ারে,
কত গড়লে নিজের শাহী কানন-
মেলা সাজলে মুকুট তাজে।

তবে তুমি কাঁদছো কেন?
কিহে অশ্রু ভরা চোখ,
তুমিই তো সেই পূণ্যময়ী-
কিইবা তোমার দুঃখ।

তুমি বলোনা হে নরপতি-
নই কি আমি কোমলমতি,
আমায় এতো ভালোবাসলে-
সবাই তুমিও জগৎ ঘর।

তবুও চিরসত্য যে কেহই-
নেই তোমার উপর।

সেথা আমার জাতই স্বর্গমুখী-
পবিত্র এক ফুল,
আর তাইতো আমার কান্না-
মানুষ সখাই নরক কূল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast