সেই প্রেম গোলাপের নির্যাস
সেই প্রেম গোলাপের নির্যাস
আব্দুল কাদির মিয়া
=====================
সেই প্রেম
এতো ভালোবাসা যেন-
গোলাপের ঝরেপড়া নির্যাস।
চাঁদনির সেই রাতে-
শেফালি বকুলে গাঁথা,
মালাগুলো ভাগ্যের পরিহাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
দীপালি জ্বালিয়ে আমি-
আরতির আরাধনায়,
ধুনচিতে যেন মোর চিত্ত।
জ্বলে ধুম দ্রবণেতে-
যেন তুমি এলে তাতে,
নিয়ে আরোকিছু বেদনারই ক্ষিপ্ত।
ঝরে প্রেম মরে নাতো-
মরে নদী ঝির ঝিরে,
বয়ে যেন চলে তাঁর ইতিহাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
ঐ দূর নীলিমাতে ঘন কালো মেঘ ডেকে,
রজনীর এই শেষ প্রান্তে।
বাদরে বাদরে যেন-
প্রভাতি হারালো দিনের,
অরুণের শিখা মরে ক্রান্ত।
আজই স্মৃতি ঐ ওসা টলো-
যেই তুমি হেসেছিলে,
ধুকে ধুকে বহে সেথা নিঃশ্বাস।
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
তুমি ভুলেছো যদিও মোরে-
পারোনি হৃদয়ের দূরে,
হারিয়ে যেতে গো তাঁর সীমানা।
তাঁরই রিক্ত ভাবনাগুলো-
আজই বড় এলোমেলো,
খুঁজে তোমার পিত্তের ঠিকানা।
সেতো ধুপচি পাথর বণে-
তুমি ধুপ পুড়ে পুড়ে,
চিতা মোর অন্তরে করো বাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস-
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
আব্দুল কাদির মিয়া
=====================
সেই প্রেম
এতো ভালোবাসা যেন-
গোলাপের ঝরেপড়া নির্যাস।
চাঁদনির সেই রাতে-
শেফালি বকুলে গাঁথা,
মালাগুলো ভাগ্যের পরিহাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
দীপালি জ্বালিয়ে আমি-
আরতির আরাধনায়,
ধুনচিতে যেন মোর চিত্ত।
জ্বলে ধুম দ্রবণেতে-
যেন তুমি এলে তাতে,
নিয়ে আরোকিছু বেদনারই ক্ষিপ্ত।
ঝরে প্রেম মরে নাতো-
মরে নদী ঝির ঝিরে,
বয়ে যেন চলে তাঁর ইতিহাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
ঐ দূর নীলিমাতে ঘন কালো মেঘ ডেকে,
রজনীর এই শেষ প্রান্তে।
বাদরে বাদরে যেন-
প্রভাতি হারালো দিনের,
অরুণের শিখা মরে ক্রান্ত।
আজই স্মৃতি ঐ ওসা টলো-
যেই তুমি হেসেছিলে,
ধুকে ধুকে বহে সেথা নিঃশ্বাস।
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
তুমি ভুলেছো যদিও মোরে-
পারোনি হৃদয়ের দূরে,
হারিয়ে যেতে গো তাঁর সীমানা।
তাঁরই রিক্ত ভাবনাগুলো-
আজই বড় এলোমেলো,
খুঁজে তোমার পিত্তের ঠিকানা।
সেতো ধুপচি পাথর বণে-
তুমি ধুপ পুড়ে পুড়ে,
চিতা মোর অন্তরে করো বাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস-
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৮/২০২৪অসম্ভব সুন্দর
-
মো.রিদওয়ান আল হাসান ০১/০৭/২০২৪ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০১/০৭/২০২৪খুব সুন্দর লিখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৭/২০২৪ভাল