www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই প্রেম গোলাপের নির্যাস

সেই প্রেম গোলাপের নির্যাস
আব্দুল কাদির মিয়া
=====================
সেই প্রেম
এতো ভালোবাসা যেন-
গোলাপের ঝরেপড়া নির্যাস।

চাঁদনির সেই রাতে-
শেফালি বকুলে গাঁথা,
মালাগুলো ভাগ্যের পরিহাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।

দীপালি জ্বালিয়ে আমি-
আরতির আরাধনায়,
ধুনচিতে যেন মোর চিত্ত।

জ্বলে ধুম দ্রবণেতে-
যেন তুমি এলে তাতে,
নিয়ে আরোকিছু বেদনারই ক্ষিপ্ত।

ঝরে প্রেম মরে নাতো-
মরে নদী ঝির ঝিরে,
বয়ে যেন চলে তাঁর ইতিহাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।

ঐ দূর নীলিমাতে ঘন কালো মেঘ ডেকে,
রজনীর এই শেষ প্রান্তে।

বাদরে বাদরে যেন-
প্রভাতি হারালো দিনের,
অরুণের শিখা মরে ক্রান্ত।

আজই স্মৃতি ঐ ওসা টলো-
যেই তুমি হেসেছিলে,
ধুকে ধুকে বহে সেথা নিঃশ্বাস।
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস,
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।

তুমি ভুলেছো যদিও মোরে-
পারোনি হৃদয়ের দূরে,
হারিয়ে যেতে গো তাঁর সীমানা।

তাঁরই রিক্ত ভাবনাগুলো-
আজই বড় এলোমেলো,
খুঁজে তোমার পিত্তের ঠিকানা।

সেতো ধুপচি পাথর বণে-
তুমি ধুপ পুড়ে পুড়ে,
চিতা মোর অন্তরে করো বাস,
সেই প্রেম গোলাপের ঝরেপড়া নির্যাস-
তোমার সেই প্রেম গোলাপের নির্যাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast