www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করো প্রেম

করো প্রেম
আব্দুল কাদির মিয়া
===============
করো প্রেম নেই মানা
প্রেম ভালোবাসা,
সে প্রেম করোনা কভু-
আবেগে যে ভাসা।

হৃদয় বিলাবে যারে-
জীবনের তরে,
সেই জীবন নাহিতো চলে-
আবেগের জোরে।

যেন সূর্য সে দিবসেই-
আলো করে দান,
ঐ রজনীর চাঁদ কিরণ-
আকাশেই করে ধারণ,
তবুও সে নিষ্প্রভ-
দিবসেতে ম্লান।

তেন মনের নিশিত প্রদীপ-
নাহি উঠে জ্বলে,
সেই জীবনের এক চাঁদ-
প্রভাতে জাগিলে।

যেন প্রেমিক বলে সে প্রিয়া-
মোকে ভালোবাসো?

তবে ধরে হাত কাছে এসে-
প্রাণ খুলে হাসো।

প্রিয়া বলে ওহে প্রাণ-
মোর আছে বড় ক্ষিধে,
তাই পরাণের সুখগুলো-
শুধু আজই কাঁদে।

তবে ভোজনের পর যদি-
চাও তুমি হাসি,
হাসিবো অট্ট সাথে নৃত্যের রাশি।

প্রাণেশ বলে হে সোনা-
সে কি পরিচয়,
মোর তরে মৃত্যু কি-
আছে কিছু ভয়।

এবার প্রণয়িনী বলে কাতর-
বড় চোখ করে,
তবে কি দাঁড়াবো আমি-
স্বর্গের দোরে।

যদি ভবের মিলনে তোমার-
তুষা নাহি পাই,
তবে থাকো প্রাণ চলি আমি-
মরছি ক্ষুধায়।

এবার-
বুকে গড়া চোখ জলে-
হায়রে আশিক,
বলে কিসে তোর ভালোবাসা-
শুধু ভোজন রসিক।

বলি প্রেম করো নেই মানা-
সেথা বুঝে নিও হাল,
ওহে ক্ষুধায় সে প্রেম নাশী-
কাঁদায় চিরকাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast