পিতা তুমি আর কেঁদোনা
পিতা
তুমি আর কেঁদোনা
আব্দুল কাদির মিয়া
===============
আমি স্বপনে ও দেখি তোমায়
বুকে হাত চেপে ধরে,
ডুকরে ডুকরে সেই-
যার তরে কাঁদছো,
রক্তের ফুলকিতে ঝরে পড়া ফোঁটাগুলো-
লিখনের কালি মেখে-
হাত নেড়ে সেই ছবি আঁকছো।
সেতো বাংলার গান-
বাংলা তোমার,
বাঙালির হৃদয়ের তুমি প্রাণ।
কচি রাসেলের ক্ষতে পড়া-
কামালের খুন ঝরা,
তুমি জামালের হাতে দিলে-
এক সাগর রক্তের অভিধান।
বন্ধু তুমি বঙ্গ তুমি-
যে অনাথের দেশটাকে দিলে দান।
জাতির শফতে আজই-
সবুজের মাঝে লাল,
পতপতে পতাকার-
ফজিলাতুন্নেছা মায়ের-
আমরা সন্তান।
আমি স্বপনে ও দেখি তুমি-
বুকে হাত চেপে ধরে,
ডুকরে ডুকরে সেই-
যার তরে কাঁদছো।
হে পিতা-
অমন করে তুমি আর কেঁদোনা।
এইতো জাতি-
আমরাই ধরেছি তোমার হাল।
এই বাংলার মাটি গগনের নীল,
ঘেরা সবুজের ঘন প্রশান্ত-
শত নির্জন।
সেই সরোবর ভরা পূর্নির-
ঢলো ঢলো ললিত ফালি ঝরা,
ঝিরিঝিরি হাওয়ার দোল কুমুদের,
এই ঋতময় চোখ জুড়ানো-
আত্মার এক প্রাণ শীতল,
সোনা ফলা কোকিলের কুহুকাল।
সেতো তোমার স্বপন জুড়ে-
ছিলো যে হৃদয়পুরে,
ছুটে চলা তরীতে ঐ দেখো চেয়ে,
তোমারই ধমনীর সেই-
উড়ন্ত অঞ্চলে আমরা ধরা,
এই বঙ্গ দিগন্তে বয়ে চলা পাল।
তুমি আর কেঁদোনা
আব্দুল কাদির মিয়া
===============
আমি স্বপনে ও দেখি তোমায়
বুকে হাত চেপে ধরে,
ডুকরে ডুকরে সেই-
যার তরে কাঁদছো,
রক্তের ফুলকিতে ঝরে পড়া ফোঁটাগুলো-
লিখনের কালি মেখে-
হাত নেড়ে সেই ছবি আঁকছো।
সেতো বাংলার গান-
বাংলা তোমার,
বাঙালির হৃদয়ের তুমি প্রাণ।
কচি রাসেলের ক্ষতে পড়া-
কামালের খুন ঝরা,
তুমি জামালের হাতে দিলে-
এক সাগর রক্তের অভিধান।
বন্ধু তুমি বঙ্গ তুমি-
যে অনাথের দেশটাকে দিলে দান।
জাতির শফতে আজই-
সবুজের মাঝে লাল,
পতপতে পতাকার-
ফজিলাতুন্নেছা মায়ের-
আমরা সন্তান।
আমি স্বপনে ও দেখি তুমি-
বুকে হাত চেপে ধরে,
ডুকরে ডুকরে সেই-
যার তরে কাঁদছো।
হে পিতা-
অমন করে তুমি আর কেঁদোনা।
এইতো জাতি-
আমরাই ধরেছি তোমার হাল।
এই বাংলার মাটি গগনের নীল,
ঘেরা সবুজের ঘন প্রশান্ত-
শত নির্জন।
সেই সরোবর ভরা পূর্নির-
ঢলো ঢলো ললিত ফালি ঝরা,
ঝিরিঝিরি হাওয়ার দোল কুমুদের,
এই ঋতময় চোখ জুড়ানো-
আত্মার এক প্রাণ শীতল,
সোনা ফলা কোকিলের কুহুকাল।
সেতো তোমার স্বপন জুড়ে-
ছিলো যে হৃদয়পুরে,
ছুটে চলা তরীতে ঐ দেখো চেয়ে,
তোমারই ধমনীর সেই-
উড়ন্ত অঞ্চলে আমরা ধরা,
এই বঙ্গ দিগন্তে বয়ে চলা পাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৬/২০২৪বেশ ভাল
-
ফয়জুল মহী ০৫/০৬/২০২৪চমৎকার
-
মোঃ আবিদ হাসান রাজন ০৫/০৬/২০২৪অসাধারন
-
মোঃ আবিদ হাসান রাজন ০৫/০৬/২০২৪চমৎকার
-
Md. Rayhan Kazi ০৪/০৬/২০২৪চমৎকার লেখনী