ঐশ বাণী
ঐশ বাণী
আব্দুল কাদির মিয়া
================
হে পথিক
আমার হাতে শক্ত করে ধরো যদি করে বিশ্বাস।
তবে প্রেম বিলাবো তোমায়,
কভু নাহি আছে ক্ষয় যারই নিশ্বাস,
চিত্ত যে ঢের ভোগ বিলাস ত্যাগে-
হয় আমার ভক্ত,
আমি ধন্য করি তাঁরই রাজ্য দানে,
আরও শূন্য কোষাগার করে পূর্ণ,
শক্ত করি শাহী তক্ত।
যেবা রুদ্ধ করে অনাথ দূর্বলের দ্বার,
কিবা তাঁর সত্য করে ক্ষুণ্ণ।
যদিও সে প্রবল হয় দৈত্ত,
আমি রনের ধামামা বাজিয়ে-
তাঁর মস্তক করি চূর্ণ।
আত্ম সুখ উন্মোচনে-
পাহাড়ের বাঁধ কাটে সে,
আমি আড়ালে যার।
তৃষ্ণার রাত্রি পাড়ে আমি ছিন্ন করি,
তাঁরে সুশীতল জল পানে,
সেথায় পর্বত করে দাঁড়।
হে পথিক-
যদি আমার হও তুমি,
তবে তুমি নও তুমি সে আমি,
যে করিব তোমার জীবনের সূচনা।
যেথায় অশ্রু সেথায় হাসিবে তুমি,
সুখনেতে রবে মেলা কান্না।
আব্দুল কাদির মিয়া
================
হে পথিক
আমার হাতে শক্ত করে ধরো যদি করে বিশ্বাস।
তবে প্রেম বিলাবো তোমায়,
কভু নাহি আছে ক্ষয় যারই নিশ্বাস,
চিত্ত যে ঢের ভোগ বিলাস ত্যাগে-
হয় আমার ভক্ত,
আমি ধন্য করি তাঁরই রাজ্য দানে,
আরও শূন্য কোষাগার করে পূর্ণ,
শক্ত করি শাহী তক্ত।
যেবা রুদ্ধ করে অনাথ দূর্বলের দ্বার,
কিবা তাঁর সত্য করে ক্ষুণ্ণ।
যদিও সে প্রবল হয় দৈত্ত,
আমি রনের ধামামা বাজিয়ে-
তাঁর মস্তক করি চূর্ণ।
আত্ম সুখ উন্মোচনে-
পাহাড়ের বাঁধ কাটে সে,
আমি আড়ালে যার।
তৃষ্ণার রাত্রি পাড়ে আমি ছিন্ন করি,
তাঁরে সুশীতল জল পানে,
সেথায় পর্বত করে দাঁড়।
হে পথিক-
যদি আমার হও তুমি,
তবে তুমি নও তুমি সে আমি,
যে করিব তোমার জীবনের সূচনা।
যেথায় অশ্রু সেথায় হাসিবে তুমি,
সুখনেতে রবে মেলা কান্না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৬/২০২৪অনন্য
-
Md. Rayhan Kazi ০৪/০৬/২০২৪অনন্য শব্দভান্ডারে দারুণ রচিলেন
-
রাফিয়া নূর পূর্বিতা ০৪/০৬/২০২৪Good
-
গাজী তারেক আজিজ ০৩/০৬/২০২৪সুন্দর অভিব্যক্তি
-
ফয়জুল মহী ০১/০৬/২০২৪সুন্দর প্রকাশ। মুগ্ধতা রইলো।