www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাকিকাত

হাকিকাত
আব্দুল কাদির মিয়া
===============
জাহেরের পাঁচ স্তরে
শরিয়তে ধরাদার,
পেলে যদি ওহে তাপস-
জীবনের তরে।

স্বর্গ পেলে সে ক্ষণে-
তাঁরই দুয়ারের শোভাননেই,
শত শশী মুগ্ধতায়-
গেলো মন ভরে।

জাহেরের শেষ স্তরে-
বাতেনের শুরু করে,
এক ধাপে দেখি নেই স্বর্গ কানন।

সেথা নেই আমি নেই ধরা,
নরকের পোড়া কাড়া,
আরশ কুরসি ওরা-
সৃষ্টির নেই কিছু-
নিখিল অগনন।

শুধু এক নূরে নূর-
আছে দেখি বহুদূর,
অশেষ জনমে তাঁর-
খুঁজি শেষ যদি।

তবুও দূরের পালা,
একই রবে নূর উজ্বলা,
সেতো পরম করুণাময়ের-
তাওহীদে অজুদি।

বাতেনের হাকিকাতে-
স্বর্গ চাহিনা আমি,
স্বর্গ সে জারি নূরে দোল।

নিজেই দেখি সে আমি-
নেই কিছু নিজ ধুনি,
শুধু তাঁরই নূরে নূরকূল।

শরিয়তের সওদা তাপস-
তরিকতে ভরে,
হাকিকাতে লইয়ে তাঁরে-
মারেফাতে ফিরে।

চাহি যদি চারই কূল,
বাতেনের সেই মূল,
রবকে দেখিবে দুচোখ-
অন্তর মেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৫/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast