www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুরেই খুঁজে পাই ভবদার

সুরেই খুঁজে পাই ভবদার
আব্দুল কাদির মিয়া
==================
সুরেই খুঁজে পাই আমি সেই
স্বর্গ সুধা তান,
যে মধুর জোয়ার স্রোত উথলে-
ঢেউ খেলে মোর প্রাণ।

সব ভুলে যায় হৃদয় যে মোর-
দুঃখ বেদনার জ্বালা,
ঐ নিশির নীরব ফুলগুলো সব-
দেখি নৃত্যে মজার পালা।

তবেই আমি ঘুমিয়ে পড়ি-
ঘুমায়না মোর মন,
যেন কার সাথে সে বলে কথা-
শুধুই ঝলক ঝলক পাতা,
দেখে সাধ মিটে না আরও দেখার-
থাকনা কিছুক্ষণ।

ওগো সুর তুমি কি,
কোথায় বাড়ি-
তুমি বাঁধলে কোথায় ঘর?

মোর অশ্রু তুমি কান্না তুমি-
পাষাণ ভেদের শর কোপানে,
তাইতো তুমি বুকের ই শুধা,
তোমার নেই খুঁজে, এক পর।

সেই গানের বচন দুর্বচনে-
বইলে তুমি শ্রবন কানে,
অন্তরে মোর দেখলো চেয়ে-
তোমার চোখে জল।

তুমি কাঁদছো দুচোখ পিদিম জ্বেলে-
তপ্ত রাগের সুর বিকলে,
বলছো ফুলে নেই সে অলি-
নেই সে পরিমল।

ওগো সুর -
ফুটলে তুমি সুশীল তানে,
সুশাসিত সু-শোভনে,
পরাণ আমার শীতল পাখায়-
দোল শয়নে উড়ে।

কোথায় যেন যায় মিশে আর-
ভাবের নদীর এপাড় ওপাড়,
ঐ ভবদার নারয় সেথা-
দেখি এইতো লাগা দূরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast