হাসলে তিলক বেঁকে
হাসলে তিলক বেঁকে
আব্দুল কাদির মিয়া
===============
কাজলা চোখে
কাজল এঁকে,
হাসলে কে গো-
তিলক বেঁকে,
ওষ্ঠে লেপন-
লাল কুমুদে,
কুহা ঝরা জল।
যেন ঐ দ্রুবটা নীলাম্বরে,
নেই বুঝি আজ-
তারার বেড়ে,
এইতো দেখি পড়লো খসে-
ঝুমুর পায়ে মল।
ভ্রুমর কালো কেশ আবীত-
ঈশ্বরের বর পেলে,
ওগো তাইতো-
রাগের বিনোদ পাটি-
সিঁথায় তুলে নিলে।
তোমার ঘামে আতর-
কস্তুরি যেই,
ঘ্রাণের চলন চলা।
তুমি আসবে কি-
সংক্রান্তি ফেলে,
যায়না কিছু বলা।
বুঝি দেখলে সেই আমাকে,
তাই কাজলা চোখে-
গুমর এঁকে,
হাসলে তিলক বেঁকে।
তুমি কি সেই রাজকুমারী-
ইন্দ্র মায়াপূরী,
কিগো যার বদনে-
হাসলে মানিক,
কান্নায় মুক্তা ঝরে।
তাইতো চরণ মাটির ছোঁয়ায়,
নেই যেন যাও উড়ে।
চপ্পলের ঐ-
দেখছি তলায়,
রুপার ছটা ধরে।
আমি যাই চলে-
হে মৃণালিনী,
আমায় লাজ পেয়ো না দেখে।
তোমার কাজলা চোখ-
দেখছি আমি,
হাসলে তিলক বেঁকে।
আব্দুল কাদির মিয়া
===============
কাজলা চোখে
কাজল এঁকে,
হাসলে কে গো-
তিলক বেঁকে,
ওষ্ঠে লেপন-
লাল কুমুদে,
কুহা ঝরা জল।
যেন ঐ দ্রুবটা নীলাম্বরে,
নেই বুঝি আজ-
তারার বেড়ে,
এইতো দেখি পড়লো খসে-
ঝুমুর পায়ে মল।
ভ্রুমর কালো কেশ আবীত-
ঈশ্বরের বর পেলে,
ওগো তাইতো-
রাগের বিনোদ পাটি-
সিঁথায় তুলে নিলে।
তোমার ঘামে আতর-
কস্তুরি যেই,
ঘ্রাণের চলন চলা।
তুমি আসবে কি-
সংক্রান্তি ফেলে,
যায়না কিছু বলা।
বুঝি দেখলে সেই আমাকে,
তাই কাজলা চোখে-
গুমর এঁকে,
হাসলে তিলক বেঁকে।
তুমি কি সেই রাজকুমারী-
ইন্দ্র মায়াপূরী,
কিগো যার বদনে-
হাসলে মানিক,
কান্নায় মুক্তা ঝরে।
তাইতো চরণ মাটির ছোঁয়ায়,
নেই যেন যাও উড়ে।
চপ্পলের ঐ-
দেখছি তলায়,
রুপার ছটা ধরে।
আমি যাই চলে-
হে মৃণালিনী,
আমায় লাজ পেয়ো না দেখে।
তোমার কাজলা চোখ-
দেখছি আমি,
হাসলে তিলক বেঁকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৯/২০২৪অসাধারণ লাগল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৫/২০২৪সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১২/০৫/২০২৪বেশ রোমান্টিক
-
আব্দুর রহমান আনসারী ১১/০৫/২০২৪খুব সুন্দর
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২৪বেশ ভাবনা গভীর!
শুভেচ্ছা রইল প্রিয় কবি।