www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় বলে

হৃদয় বলে
আব্দুল কাদির মিয়া
===============
হৃদয় বলে হে মোর
জীবনের ঘর,
তোমার জীবন কেন-
এতো করে পর।

পুষিলে খুশিতে যারে-
বুকেতে জনম,
তাঁরই অঢেল মিটাতে সাধ-
চষিলে ভুবন।

কৃতঘ্ন বড়ই সে-
কিছু নাহি বলে,
সেতো নিঃশ্বাসের ডগা ধরে-
যায় চির চলে।

কাননের সুবাসিত রত্ন মহল-
দিলে যারই শয্যাতে-
জেগে মধুজল।

পেলো আরও-
স্নানে শত রঙের কুমুদ,
জলে ভাসা থৈ থৈ-
সুবর্ন কমল।

বলো,
আসে কি পাথরে কভু-
মমতার টান,
হৃদয়ের কাছে সেতো-
শুধুই পাষাণ।

তবু তাঁরই স্মরণেতে-
সমাধিরও পরে,
মগ্নতায় কেন এত চোখে-
জল ঝরে?

শোনো হে হৃদ,
যবে মাটির মমিতে মোরা-
বাজি টন টন,
সেই শুকনোতে আত্মার-
পেলে দরশন।

রক্ত বহিলো কায়ায়-
তুমিও হিংস্র মায়ায়,
শরীর গড়িলো সবই-
এলো স্মৃতি হুঁশ,
আত্মাতে নেই মাটি-
প্রভুর হুকুমু খাঁটি,
তাইতো সবার সেরা,
আজই- আমরা মানুষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৫/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast