পাষাণ কবি
পাষাণ কবি
আব্দুল কাদির মিয়া
================
লিখলে তুমি এতোই ভালো
যে অন্ধ আবার মৃত্যু কালো
পোড়ন্ত সেই বাণের শিখা-
হৃদয় ছুঁয়ে যায়।
তাই বুঝি এই দুষ্টু পরাণ-
সোনায় সোনায় সাজনে গড়ান,
চোখের পানি ফেললো পথে-
চলন মেলের পায়?
সুখগুলো আজ দুঃখের দোলে-
চোখের তারায় ভরলো জলে,
পালকি টি সেই লোহার খাঁচা-
সেতো বন্দী পাখির নিড়।
যাকনা সে আজ যতই দূরে-
সাধের গতি অঠাঁই কুঁড়ে,
পড়লো বাঁধন অচিন জটায়-
বিঁধলো জহর তীর।
ফুটলো যে ফুল মুক্ত চপল-
পৃতি পল্লবে যার ভোর ওসা টল,
ঐ নৃত্য কোমল সুধা স্বর্ণা-
ঢেলে এক হৃদয় রেণুর ভাজে।
যার ছোঁয়ারই দীপ দীপিকায়-
ভাবের নিশি নিদ্রা পোহায়,
উঠলো জেগে জীবন কলি-
সে আজ ব্যার্থ শূলের সাঁঝে।
সেই রচিত করুনগুলো-
লিখলে তুমি এতোই ভালো,
কার তরে সেই অনল গাঁথা?
ওগো পাষাণ কবি।
শ্বাস খানি মোর জীবন তরে,
এইটুকু ও শেষ নিলে কেড়ে?
আমার ভুলুন্ঠিত প্রেম-
কবর নিশ্চিহ্ন,
মরেছে ওরা আমি সে ভিন্ন-
এইতো আমি একটু সময়-
নিশ্চুপের একা ছবি,
সেথা কি লাভ তোমার-
জাগিয়ে অনল-
ওগো পাষাণ কবি।
আব্দুল কাদির মিয়া
================
লিখলে তুমি এতোই ভালো
যে অন্ধ আবার মৃত্যু কালো
পোড়ন্ত সেই বাণের শিখা-
হৃদয় ছুঁয়ে যায়।
তাই বুঝি এই দুষ্টু পরাণ-
সোনায় সোনায় সাজনে গড়ান,
চোখের পানি ফেললো পথে-
চলন মেলের পায়?
সুখগুলো আজ দুঃখের দোলে-
চোখের তারায় ভরলো জলে,
পালকি টি সেই লোহার খাঁচা-
সেতো বন্দী পাখির নিড়।
যাকনা সে আজ যতই দূরে-
সাধের গতি অঠাঁই কুঁড়ে,
পড়লো বাঁধন অচিন জটায়-
বিঁধলো জহর তীর।
ফুটলো যে ফুল মুক্ত চপল-
পৃতি পল্লবে যার ভোর ওসা টল,
ঐ নৃত্য কোমল সুধা স্বর্ণা-
ঢেলে এক হৃদয় রেণুর ভাজে।
যার ছোঁয়ারই দীপ দীপিকায়-
ভাবের নিশি নিদ্রা পোহায়,
উঠলো জেগে জীবন কলি-
সে আজ ব্যার্থ শূলের সাঁঝে।
সেই রচিত করুনগুলো-
লিখলে তুমি এতোই ভালো,
কার তরে সেই অনল গাঁথা?
ওগো পাষাণ কবি।
শ্বাস খানি মোর জীবন তরে,
এইটুকু ও শেষ নিলে কেড়ে?
আমার ভুলুন্ঠিত প্রেম-
কবর নিশ্চিহ্ন,
মরেছে ওরা আমি সে ভিন্ন-
এইতো আমি একটু সময়-
নিশ্চুপের একা ছবি,
সেথা কি লাভ তোমার-
জাগিয়ে অনল-
ওগো পাষাণ কবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৪/০৪/২০২৪চমৎকার
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৪/২০২৪পাষাণ কবির বর্ণনা পড়লাম। সুন্দর।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৪/২০২৪নাইস
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২৪খুব সুন্দর অনুভূতি প্রকাশ প্রিয় কবি