www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কমল আঁখির জল

কমল আঁখির জল
আব্দুল কাদির মিয়া
===============
অনেক বলতে চাই
তবে হেরে যাই কেন আজ,
ঘাতক কবলে শুনি-
নির্মম ধ্বনি।

যার ভোরের সূর্যটা-
হেসে উঠা কাল মেঘে,
মৃত্যু সে,
বলে কানে কানে-
তোমার কবিতার একফুল-
সুন্দর ফুটেছিল-
হৃদয়ে যে বর্ষার বিলে,
মগ্নতার আবেগে সে-
উঠেছিলো খোপাতে যার,
মেহেদীর কত রঙবেরঙে-
সাজ বেলুয়ার,
এইতো আমি তোমার-
স্মৃতির ভেলাতে কবি,
আছি বসে আরক্ত আরতির-
এক শোধ পৃতি মোর-
দীপালি জ্বেলে।

তুমি লিখবে মোরে-
বলবে কথা,
শত কলম গাইবে ব্যাথা,
মন অন্তরে ঐ শোকেরই-
মাতন উড়া পাল।

আমি ধরবো টেনে শঙ্খধ্বনি-
উঠবে বেজে সাগর কানে,
তুলবে সে ঝড় সাঁড়াশি বিঁধে-
মোর ধরবে ঘাতক কাল।

হে কবি তুমি মুছে নাও চোখ-
নিশির ঘোরে,
দেখো-
ঐ সে ধুমুল নীলাভপুরে-
উড়ছে যে মোর স্বর্গীয় ভোষণ-
তোমারই সেই কবিতার ফুল।

হৃদয় ছোঁয়া তোমারি সাজন-
এইতো খোপায় রয়েছে ধারন,
হে কান্ত যাই চলে আজ-
মনে রেখো মোরে,
দিব্যি যে সেই তোমারই সুন্দর-
মোর কমল আঁখির জল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৩/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast