মায়া
মায়া
আব্দুল কাদির মিয়া
===========
যৌবন জাগালে নদের
যেন তুমি এসে,
যৌবনা ওহে তুমি মাধুরী হেসে-
মোর সরোবরে সরসার-
দিলে হেন রুপ।
আবারো জোয়ার জলে-
ছুটিলে দোলন তুলে,
কত হৃদতির কূলে-
তেন অনুরূপ।
যেন কচুরির ডগা ধরে-
ফুটিয়া জনম ভরে,
ডোবা নদ নদী বুকে-
তুমি বেঁধে শ্রী-ঘর।
সেথা হৃদয় মমতা ঢেলে,
ডাগর চাহিয়া ফেলে,
যাও তুমি ভেসে ভেসে-
সবই করে পর।
হৃদয়ে রিক্ত খেলে-
যত ফেলে গেলে ভুলে,
তেন ক্ষত আঘাতের-
সবই চোখ জল।
আজই ফোঁটা ফোঁটাতে ঝরে-
এসে মোর সরবরে,
বিচারের পাতিয়া আঁচল।
বলে ওহে মনোকবি-
পাথরে ফুটালে ফুল,
অকূলে ধরালে কূল,
তুমি মরুতে সাজালে-
মধুকুঞ্জ কানন।
কত প্রদীপ জ্বালালে যারে-
শানিত নিশির পাড়ে,
শুকনো জ্বালানি সেতো-
ছিকো খন খন।
বলো এ কোন দায়েতে মোরা-
হৃদয়ের চোখ গড়া,
অন্তরে জ্বলে দাবানল।
পুষ্প মজালো যারে,
সুন্দরে কেন তাঁরই বঞ্চনায়-
জনম শুষিত অবিরল।
শোনো ওহে পৃতি ঝরা-
দেখো ঐ ফুল তোড়া,
শোভা খুশবু দানিবে-
সেতো শয্যার পাশে।
কাননে ফুটেছে ওরা,
মৃত্যুতে ঝরে পরে-
কাননেই আসিবে ফিরে-
শয্যারও পাশে।
ওদের ভেসে থাকা জল বিলে-
কভু নাহি দেখা মিলে,
স্মৃতির পৃতিতে ওরা-
জনম জনম ভরা,
জীবনের সব ঢেলে-
যাবে ভালোবেসে।
আব্দুল কাদির মিয়া
===========
যৌবন জাগালে নদের
যেন তুমি এসে,
যৌবনা ওহে তুমি মাধুরী হেসে-
মোর সরোবরে সরসার-
দিলে হেন রুপ।
আবারো জোয়ার জলে-
ছুটিলে দোলন তুলে,
কত হৃদতির কূলে-
তেন অনুরূপ।
যেন কচুরির ডগা ধরে-
ফুটিয়া জনম ভরে,
ডোবা নদ নদী বুকে-
তুমি বেঁধে শ্রী-ঘর।
সেথা হৃদয় মমতা ঢেলে,
ডাগর চাহিয়া ফেলে,
যাও তুমি ভেসে ভেসে-
সবই করে পর।
হৃদয়ে রিক্ত খেলে-
যত ফেলে গেলে ভুলে,
তেন ক্ষত আঘাতের-
সবই চোখ জল।
আজই ফোঁটা ফোঁটাতে ঝরে-
এসে মোর সরবরে,
বিচারের পাতিয়া আঁচল।
বলে ওহে মনোকবি-
পাথরে ফুটালে ফুল,
অকূলে ধরালে কূল,
তুমি মরুতে সাজালে-
মধুকুঞ্জ কানন।
কত প্রদীপ জ্বালালে যারে-
শানিত নিশির পাড়ে,
শুকনো জ্বালানি সেতো-
ছিকো খন খন।
বলো এ কোন দায়েতে মোরা-
হৃদয়ের চোখ গড়া,
অন্তরে জ্বলে দাবানল।
পুষ্প মজালো যারে,
সুন্দরে কেন তাঁরই বঞ্চনায়-
জনম শুষিত অবিরল।
শোনো ওহে পৃতি ঝরা-
দেখো ঐ ফুল তোড়া,
শোভা খুশবু দানিবে-
সেতো শয্যার পাশে।
কাননে ফুটেছে ওরা,
মৃত্যুতে ঝরে পরে-
কাননেই আসিবে ফিরে-
শয্যারও পাশে।
ওদের ভেসে থাকা জল বিলে-
কভু নাহি দেখা মিলে,
স্মৃতির পৃতিতে ওরা-
জনম জনম ভরা,
জীবনের সব ঢেলে-
যাবে ভালোবেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৩/২০২৪নাইস জব
-
আলমগীর সরকার লিটন ১৮/০৩/২০২৪চমৎকার অনুভব
-
ফয়জুল মহী ১৭/০৩/২০২৪অসাধারণ প্রকাশ
-
সুসঙ্গ শাওন ১৭/০৩/২০২৪বেশ রচেছেন। শুভকামনা রইলো