www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঐ ফুল ফাগুনের

ঐ ফুল ফাগুনের
আব্দুল কাদির মিয়া
===============
ঐ ফুল ফাগুনের
সূর্য জাগা,
সরোবরে-
কমলের স্নিগ্ধ-
দাঁড়িয়ে সেই-
শিমুলের ফুল কি ধরা,
কুমুদের দলে আজই মুগ্ধ।

ঐ ফুল ফাগুনের,
সূর্য জাগা।
বনলতা যেন বধূ-
কথা কয়,
নতুনের সাজ ধরে-
পল্লবে আছে ভরে,
কোল জুড়ে দামানের-
আলতো ছোঁয়াতে-
সেই নিরালায়।

নব দক্ষিণা যৌবনা-
বসন্ত তোড়ে হাওয়া,
রাগ ভুলা ক্ষেপা মৃদু-
কুহুতে কুহুতে মধু,
উড়ে কেশ চাঁদ ঝরা-
নোলকের আঙিনায়।

সাজোয়া সখীর দলে-
কেউতো ডাকিয়া বলে,
ওরে হৃদয় হরিলো মোর-
কূলে ধরা গাঙ।

দেখ সরষে জবেরা দোলে-
দানাতে মুকুট ফুলে,
ভ্রুমরের গুনগুন,
আরে দেখ দেখ-
পানসিতে যশোগীতি-
বালা ননি চাঁন।

এইতো ভিড়িলো পাড়ে-
কস্তা কোঁচানো পেড়ে,
কাল বসন্ত গাঁয়ে-
প্রভু শস্য মাগা।

ওরে আয়না-
মোরা ও আঁচল ধরে-
চাই হে বিধিগনন ছেড়ে,
রেখো মোদের অঢেল মাগা-
ঐ ফুল ফাগুনের-
সূর্য জাগা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast