ঠক ঠক করে
ঠক ঠক করে
আব্দুল কাদির মিয়া
===============
শত ঘাটে মন
প্রতি ক্ষণে ক্ষণ,
সেতো দিনরাত থেমে নেই-
বদলের পালা।
অদল বদলে কিছু-
দাঁড়িয়েছে দেখি পিছু,
স্থিতি ধরাতে অতি-
পালানোর জ্বালা।
জনম জনম ধরে-
পৃথিবীর খেলা ঘরে,
সেতো রক্ত মানবে চলা-
জীবনের ধারা।
সেথা কেউ তো ছুটেছে ধরায়,
কেউ তো মরেছে মরায়,
তাঁর কত আছে মানুষ-
মানুষে গড়া?
চাহেনা সে মন-
দেখি কিছু ক্ষণ,
দুটি চোখ নীরবে বুজে,
ঐ সিকির জীবনে ধরা-
সময়ের আছে কি থোরা,
ঘড়ি কাঁটার ঠক ঠক-
দুই ঠক খোঁজে।
তবে চাহে মন তড়িঘড়ি-
ঐ উড়ছে রঙিন ঘুড়ি,
মার পেঁচে তাঁর-
হৈ হুল্লোড়ে,
শখ নদীতে ঢেউ উঠেছে-
ভাবুক মনের দ্বোরে।
সেথা আতপ মাড়ে,
কাঁচের ঝুরা,
বাঘা সুতায়-
কলপ মারা,
দুই পাট্রা জোড়-
পাগলা ঘুড়ি,
কাটবে কে তাঁর-
নেই সে জুড়ি,
এই কসরত-
টানলো জীবন,
ছাদের তলায় পড়ে।
কাঁটা তখনো ঘুরছে ঘড়ির-
ঠক ঠক করে।
আব্দুল কাদির মিয়া
===============
শত ঘাটে মন
প্রতি ক্ষণে ক্ষণ,
সেতো দিনরাত থেমে নেই-
বদলের পালা।
অদল বদলে কিছু-
দাঁড়িয়েছে দেখি পিছু,
স্থিতি ধরাতে অতি-
পালানোর জ্বালা।
জনম জনম ধরে-
পৃথিবীর খেলা ঘরে,
সেতো রক্ত মানবে চলা-
জীবনের ধারা।
সেথা কেউ তো ছুটেছে ধরায়,
কেউ তো মরেছে মরায়,
তাঁর কত আছে মানুষ-
মানুষে গড়া?
চাহেনা সে মন-
দেখি কিছু ক্ষণ,
দুটি চোখ নীরবে বুজে,
ঐ সিকির জীবনে ধরা-
সময়ের আছে কি থোরা,
ঘড়ি কাঁটার ঠক ঠক-
দুই ঠক খোঁজে।
তবে চাহে মন তড়িঘড়ি-
ঐ উড়ছে রঙিন ঘুড়ি,
মার পেঁচে তাঁর-
হৈ হুল্লোড়ে,
শখ নদীতে ঢেউ উঠেছে-
ভাবুক মনের দ্বোরে।
সেথা আতপ মাড়ে,
কাঁচের ঝুরা,
বাঘা সুতায়-
কলপ মারা,
দুই পাট্রা জোড়-
পাগলা ঘুড়ি,
কাটবে কে তাঁর-
নেই সে জুড়ি,
এই কসরত-
টানলো জীবন,
ছাদের তলায় পড়ে।
কাঁটা তখনো ঘুরছে ঘড়ির-
ঠক ঠক করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০২/২০২৪অনবদ্য
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/০২/২০২৪চমৎকার লিখেছেন।
-
আলমগীর সরকার লিটন ১৪/০২/২০২৪বাহ সুন্দর প্রণয়ের দিবসে শুভেচ্ছা রইল
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০২/২০২৪চমৎকার!
-
ফয়জুল মহী ১১/০২/২০২৪অসাধারণ অনুভূতির চমৎকার উপস্থাপন।