www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাওনা পাখি

গাওনা পাখি
আব্দুল কাদির মিয়া
===============
গাওনা পাখি আর একবার শুনি
রাঙা ঠোঁটের গান,
এই চাঁদনি ঝরা ফাগুন রাতে,
ঘুম নাহি সেই স্মৃতির বাঁকে,
তৃষা রণে মরছে শোকে-
ঢেঁউ উতলা প্রাণ।

শ্যাম কালিয়ার বাজবে বাঁশি-
কৃষ্ণচূড়ায় ধরবে হাসি,
হলুদ ডানায় ভরে।

তুমি আসলে শ্যামা কাজল চোখে,
বাজলে নুপুর নৃত্য ডেকে-
আমি বাঁধবোনা সেই পায়ে শিকল,
শুধু বাঁধবো হৃদয় জুড়ে।

হংস নদীর কূল দীঘলে-
কাশবনো পাড় ছুটে,
আমি যার খোঁজেতে একূল ওকূল -
যায় মেলা দিন কেটে।

পাইনি দেখা অচিন গাঁওয়ের-
কুঞ্জ বালা নকশি নায়ে,
সেইতো দেখা ভাটির চলায়-
গাইছো খুলে প্রাণ।

তুমি গাওনা পাখি-
আর একবার শুনি,
রাঙা ঠোঁটের গান।

এইতো বাউল নিশির ভিড়ে-
নীরব কুঞ্জ ভাবুক নীড়ে,
বিরাগ কঙ্ক উড়ছে পাখা-
তাঁরই কল্প তোমার তান।

গাওনা পাখি আর একবার শুনি-
রাঙা ঠোঁটের গান,
এই চাঁদনী ঝরা ফাগুনী রাতে-
ঢেউ উতলা প্রাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast