www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অকৃতজ্ঞ

অকৃতজ্ঞ
আব্দুল কাদির মিয়া
===============
অন্ধ সে নয় আঁধার অন্ধ
সূর্যে হাসি ধরা,
সেই দিবসেই মুষল রাতের-
ধাওয়ায় জীবন পড়া।

সাধগুলো এক অনাথ শিশু-
সবার মুখে চেয়ে,
শুধু নীরব কাঁদে শুকনো চোখে-
হৃদয় খোঁজে পথের দিকে,
হয়তো সুজন আসবে কি তাঁর-
একটু খবর নিয়ে।

যায় আসে আজ কতই জনে,
কেউ নাহি চায়-
আগের দিনের,
ফিরে নাহি দেখে একবার।

তাঁরই সুখন জোয়ারে তরী-
ভাসালো যাহারে ভরি,
সেও- গেলো পিছে ফেলে,
দেখেও না দেখার ভুলে,
কিছু দূরে চাহে ফিরে-
তাঁরে এক আধবার-
পরে দেখা যারই সনে-
ডাকিলো সে দাদার মানে,
বলে-
ওহে দাদা এই শুনে ঝট-
আসি আমি ছুটে।

এতো কাগজি বাতাবি লেবু-
ফলনে দেখিনি কভু,
তুমি বিকিবে সে সংকটে-
মোর মনো ভিটে।

ওহে- তুমিই করেছো মোরে-
ঘর মাটি দান,
তাইতো সবল আমি-
আজই আরোও মেলা কিনি,
মোর চোখ যায় খুলে-
ফলনেতে ধান।

ভুলিনি সে ভুলিবোনা-
এই সে অধম,
এবার বিকি বিকায় শেষ ভিটে,
মোর হাত যেন নাহি ছুটে,
তোমারই দয়াতে দাম-
রেখো কিছু কম।

এই দাবি শুধু আমি-
তোমাকে জানাই,
যেখানেই থাকোনা তুমি-
পথে ঘাটে নাহি চিনি,
ভুলিবোনা বলিবো সে-
আমি ছোট ভাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast