www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে কবিতা

হে কবিতা
আব্দুল কাদির মিয়া
===============
হয়তো ভাবনা তোমার
আছো কি হৃদয়ে মোরা?
যায় মেলা দিন বয়ে যায়।

কেউ ভালো কি মন্দ বলে-
এই শুধু দেখি চেয়ে,
তুমি কাঁদো কাঁদো নির্বাক-
হে কবিতা,
আমি ভুলিনি- ভুলিনি তোমায়,
জীবনের অন্তরা,
তুমিই শুধু আছো ধরে,
তুমিই সেই প্রেমিকেরই ফুল।

বিনে সুতোয় গেঁথে মালা-
পড়ালো যে শশি তলায়,
মন চাঁদের মনো মোহনায়-
ওগো কবিতা,
আমি ভুলিনি- ভুলিনি তোমায়।

পাথর কাঁদালে তুমি-
মমতার জল ফেলে,
ব্যার্থ হৃদয়ে ডেকে-
উদয়ের বল।

নিঃস্বের আধার পথে-
আলোর জাগালে দিশা,
তুমি মুছিলে শোষিত-
ঘেরা কল।

দু-কূল পাড়েতে তরী-
নেই যারই কানাকড়ি-
হতাশার মুখে জপ সাঁই।

টানিয়া ধরালে তাঁরে-
বিশ্বাসের বান ছুঁড়ে,
ধরালে অকূল পাড়ে ঠাঁই।

কাঁকনে ধরালে স্বপন-
জনমের সুখ ঢেলে,
কামিনী সাজালে বেঁধে ঘর।

সেতো স্মৃতির পটেতে রেখে-
কাঁদালে আবার তাঁরে,
ঐ হাতেই বাজিলে পর পর-
আজই মনের চোখেতে তুমি-
আছো কিনা মনোকামী,
এবার নিজেই দিবে সে যাচাই-
ওগো কবিতা,
আমি ভুলিনি- ভুলিনি তোমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast