www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাগ্য খেলার হাটে

ভাগ্য খেলার হাটে
আব্দুল কাদির মিয়া
===========
আয় কে যাবি
আয়রে ছুটে,
ঐ সূর্য হাসির ঘাটে।

এই বুঝি সেই ছুটলো তরী,
ভাগ্য খেলার হাটে।

বদর বদর গাইছে মাঝি,
সাজলো বহর সু ক্ষণ আজই,
বাজছে ঢোলক ঝাজর শঙ্খ-
সেথা পরশি কাতর মেল।

নেই ওরা আজ সাজন দলে-
থাকলে মনের প্রান্ত কূলে,
উঠতো ভরে সুষম নেচে-
বিধু তারার খেল।

মোদের মাটিই মোদের ধরা-
চৌ দিঘলে সোনায় ভরা,
আয় খুঁজে লই রত্নধরা-
সুহৃদ মাঝির হাল।

যে উজান ভাটির দিক না ভুলে-
ভাগ্য মোদের অচিন কূলে,
না লয় তুলে নিজেই নিজের-
ভ্রান্ত গোলের তাল।

ঐ জন্মেরই যার শ্রুতিমধুর-
যত তাঁরই শুনি,
সেতো সাগরের বিশালতায়-
গভীরের নিরবতায়,
খাদহীন জীবনের-
শঙ্খের ধ্বনি।

সেথা হস্তির দেয়া ডাকে-
কাঁপে তনু মন,
যেথা নেই মধু প্রবলের-
ভীতি গর্জন।

আয় কে যাবি-
আয়রে ছুটে,
ঐ সূর্য হাসির ঘাটে,
মোরা মনের কুলীন লইবো বেছে-
ভাগ্য খেলার হাটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast