www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গ যারই পদধূলি

স্বর্গ যারই পদধূলি
আব্দুল কাদির মিয়া
==========
নহে বিচলিত আজই
যতই করিবে ঘাত,
আঘাতের আর্ত বলিদান।

চিত্ত পটেতে আমি-
সহিয়া হে নাথ,
তনু বিন্দু কাতেও সেই-
রক্তের জলে,
আমি করিবো পুণ্য স্নান।

তোমারই কশার অশ্ব রনে,
হে নাথ আমি মুর্ছিত-
তন্দ্রাতে ক্ষণে ক্ষণে,
সেথা অন্তহীণ জনমের-
করুণার বাণী ।

কর্ণ কুহরে শুনি-
ধুম ললিতের তোপধ্বনি,
সে তাই পাই তব ফিরে-
প্রেমনাথ ঘিরে,
দাহ প্লাবনের এক বাঁধভাঙা,
শত ডুবন্তের তুমিই আমার-
জীবনের তরী,
দেহ গ্রন্থির লোহ বিন্দু ফোঁটা,
তুমিই আমার-
এই ভুবন ধরণী বিধু,
নব আত্ত জনমের-
সুষম পাড়ি।

শুধু অন্তর ঢের শঙ্কিত-
ঈশ্বর নিবৃত্তি তব তরে,
নহে মোর-
এ হেন চিতা মোর ঘরে,
তব ক্ষমা শির ধার্য হে নাথ,
তোমা পদধূলিতেই-
নিহিত যারই স্বর্গ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast