www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিত্ত চোখে জল

চিত্ত চোখে জল
আব্দুল কাদির মিয়া
===============
শুনবে কে আজ কবির বচন
নেই সে মনের ভাব,
চারদিকে রব মরার খবর-
আসছে পোড়ার তাপ।

কাঁদছে অঝোর মানব জমিন-
কাঁদছে রে ঘর পোষ,
আজই মানব হৃদয় স্নেহের আড়ং-
উঠছে ভরে রোষ।

কবির মনেই নেই সে কবি-
তাঁরই মনুষ্যত্বার ভার,
এই বিশ্ব বিবেক টুকরো টুকরো-
করছে যেন তাঁর।

কেন এতো রক্ত ঝরা-
কেন এতো শোষণ কাড়া,
কেন মানুষ বৈরী দলে-
ডাকছে দাবানল।

মরলে কারো পায় সে হাসি-
বাঁচলে যত না রয় খুশি,
ধূলোয় লোটন ভুবন সত্ত্বা-
কারো চিত্ত চোখে জল।

অবুঝ কালের সেইদিনে মন-
যায় ছুটে আজ উড়ে,
সেই পুঁটলি বাঁধা কাগজ সুতোয়-
উড়াই লেজের ঘুড়ি।

যেথা নেই কোনো দায়-
ভাবনাতে খেদ,
নেই কোনো মান-
জাত ভেদাভেদ,
মানুষ চলার পথে।

দেখি বলছে দাদা-
কেমন আছো,
কেউবা সালাম-
আদর রত,
মরলে একে কাঁদেই সবাই-
হাসে ভালোর যত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast