জালিমের ধ্বংস
জালিমের ধ্বংস
আব্দুল কাদির মিয়া
============
গগন উঠেছে কেঁপে
বাতাস পাগলে খেপে,
জমিন বুকেতে খুনে ঝড়।
নিখিলের মরু কেঁদে-
সাগর ফাটালো হৃদে,
সেতো রক্তের স্রোতে বাঁধে ঘর।
এত কান্না এতো হাহাকার-
এত মৃত্যু কাকুতি আহা গর্জন,
ঐ সিমারের বান ছুড়ে-
ভেদে প্রাণ নিলো কেড়ে,
বুকে অসি পিঠে মারে খঞ্জর।
আজ কাঁদে সে হাজার-
শিশুর দলে,
রক্ত ভরা বাবার কোলে,
নিথর হাজার লাশের বোঝা-
ওদের-
রাখবে কোথায় ভরে।
নেই মাটি সেই রক্তে ভরা-
নেই কোনো ঘর ভস্ম পোড়া,
সব জালিমের ক্রুদ্ধ নাশে-
আজি জ্বলছে গিরি চূড়ে।
হে পৃথিবী এ কোন প্রলয়-
দেখ পীড়িত সেবা ঘরে,
ঐ নর পিশাচের ঘৃণিত সমর,
কেমন-
মৃত্যু কামান ছুড়ে।
আব্দুল কাদির মিয়া
============
গগন উঠেছে কেঁপে
বাতাস পাগলে খেপে,
জমিন বুকেতে খুনে ঝড়।
নিখিলের মরু কেঁদে-
সাগর ফাটালো হৃদে,
সেতো রক্তের স্রোতে বাঁধে ঘর।
এত কান্না এতো হাহাকার-
এত মৃত্যু কাকুতি আহা গর্জন,
ঐ সিমারের বান ছুড়ে-
ভেদে প্রাণ নিলো কেড়ে,
বুকে অসি পিঠে মারে খঞ্জর।
আজ কাঁদে সে হাজার-
শিশুর দলে,
রক্ত ভরা বাবার কোলে,
নিথর হাজার লাশের বোঝা-
ওদের-
রাখবে কোথায় ভরে।
নেই মাটি সেই রক্তে ভরা-
নেই কোনো ঘর ভস্ম পোড়া,
সব জালিমের ক্রুদ্ধ নাশে-
আজি জ্বলছে গিরি চূড়ে।
হে পৃথিবী এ কোন প্রলয়-
দেখ পীড়িত সেবা ঘরে,
ঐ নর পিশাচের ঘৃণিত সমর,
কেমন-
মৃত্যু কামান ছুড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২২/১০/২০২৩সুন্দর লেখেছেন কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১০/২০২৩দুর্দান্ত মানবিক উচ্চারণ!
-
ফয়জুল মহী ২১/১০/২০২৩নিপুণ লেখনশৈলী
মুগ্ধতার ছোঁয়া -
সুসঙ্গ শাওন ২১/১০/২০২৩জালিমের পতন অনিবার্য