www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জালিমের ধ্বংস

জালিমের ধ্বংস
আব্দুল কাদির মিয়া
============
গগন উঠেছে কেঁপে
বাতাস পাগলে খেপে,
জমিন বুকেতে খুনে ঝড়।

নিখিলের মরু কেঁদে-
সাগর ফাটালো হৃদে,
সেতো রক্তের স্রোতে বাঁধে ঘর।

এত কান্না এতো হাহাকার-
এত মৃত্যু কাকুতি আহা গর্জন,
ঐ সিমারের বান ছুড়ে-
ভেদে প্রাণ নিলো কেড়ে,
বুকে অসি পিঠে মারে খঞ্জর।

আজ কাঁদে সে হাজার-
শিশুর দলে,
রক্ত ভরা বাবার কোলে,
নিথর হাজার লাশের বোঝা-
ওদের-
রাখবে কোথায় ভরে।

নেই মাটি সেই রক্তে ভরা-
নেই কোনো ঘর ভস্ম পোড়া,
সব জালিমের ক্রুদ্ধ নাশে-
আজি জ্বলছে গিরি চূড়ে।

হে পৃথিবী এ কোন প্রলয়-
দেখ পীড়িত সেবা ঘরে,
ঐ নর পিশাচের ঘৃণিত সমর,
কেমন-
মৃত্যু কামান ছুড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast