মায়ের অনন্ত সাধ
মায়ের অনন্ত সাধ
আব্দুল কাদির মিয়া
============
ঐখানে মোর দিও কবর
অনেক আশার তরে,
স্বজনারে ঐ মিনতি-
সহ বায়তুল্লার নিকরে।
শুনবো আমি আজান ধ্বনি-
সোব্'হের গজল,
ঐ মদিনার মধুর দুরুদ-
পরাণের শীতল।
ফিরবেনা কেউ খালি হাতে-
আমার দুচোখ জলে,
আমি চাইবো ক্ষমা সবার তরে-
রহমানের আঁজলে।
ঐখানেই মোর দিও কবর-
জগৎ নিশির ঘুম,
যে ভাংবে ডেকে আসসালাতু-
খায়রুম মিনান্নাউম।
আমি করবো ওযু-
পড়বো নামাজ,
মনের খেয়াল ধরে,
ঐ চিহ্ন হীনা শবের কাফন-
উড়ান বাতাস পরে।
ঐখানেই মোর দিও কবর-
হে ইলাহা সাঁই,
মোর অনন্ত সাধ অন্তিম দাবি-
তোমাকে জানাই।
আব্দুল কাদির মিয়া
============
ঐখানে মোর দিও কবর
অনেক আশার তরে,
স্বজনারে ঐ মিনতি-
সহ বায়তুল্লার নিকরে।
শুনবো আমি আজান ধ্বনি-
সোব্'হের গজল,
ঐ মদিনার মধুর দুরুদ-
পরাণের শীতল।
ফিরবেনা কেউ খালি হাতে-
আমার দুচোখ জলে,
আমি চাইবো ক্ষমা সবার তরে-
রহমানের আঁজলে।
ঐখানেই মোর দিও কবর-
জগৎ নিশির ঘুম,
যে ভাংবে ডেকে আসসালাতু-
খায়রুম মিনান্নাউম।
আমি করবো ওযু-
পড়বো নামাজ,
মনের খেয়াল ধরে,
ঐ চিহ্ন হীনা শবের কাফন-
উড়ান বাতাস পরে।
ঐখানেই মোর দিও কবর-
হে ইলাহা সাঁই,
মোর অনন্ত সাধ অন্তিম দাবি-
তোমাকে জানাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ৩০/০৯/২০২৩দারুন
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৭/২০২৩ধর্মীয় অনুভবে অতি চমৎকার লেখা!
-
সুসঙ্গ শাওন ২১/০৭/২০২৩বেশ সুন্দর প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৭/২০২৩অপ্রতিরোধ্য
-
ফয়জুল মহী ২০/০৭/২০২৩সুন্দর প্রকাশ করেছেন