www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে বঙ্গ

হে বঙ্গ
আব্দুল কাদির মিয়া
===============
তোমার জন্ম বারে বারে
আসবে নতুন নতুন করে-
জীবন ভরে বাসবো ভালো,
গাইবো তোমার গান।

মরলো যারা তোমার তরে-
ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে,
ঐ ধূলায় গড়া নিথর বুকেও-
তুমি যে তাঁদেরই প্রাণ।

স্বাধীন আমি স্বাধীন তুমি-
ওহে আমার বঙ্গভূমি,
স্বাধীন তোমার কানায় কানায়-
স্বাধীন পতাকা-
উড়ছে সারা বঙ্গ জুড়ে-
হাওর বাওড় শহর চূড়ে,
যেথা শ্যামল সবুজ পাহাড় ঘেরা-
সোনায় ছড়া গাঁ।

বিশ্ব দ্বোরে আজকে মোরা-
রাখবো তোমার মান,
জীবন ভরে বাসবো ভালো-
গাইবো তোমার গান।

তুমি ছন্দ তুমি নুপুর-
মোদের নৃত্যে মাদল ঝুমুর,
উঠবে হেসে তান পুরাতে-
কুমুদ ভাটের পাড়ে।

শশি ঢালা মধুবনে-
লুঠন জ্যোতির আপন মনে,
বলবো মোরা সোহাগ কথা-
তোমার জয়ো ধরে।

তুমি নন্দ সিন্ধু বুকে-
বিলের পদ্ম অলির টোপে,
শরৎ নিশির পুষ্পে ওসা-
তুমি রইবে যে অম্লান,
মোরা জীবন ভরে বাসবো ভালো-
গাইবো তোমার গান।

আজকে সুখের খবরগুলো-
উল্লাসে উল্বনে কুলো,
ঝাড়ছে যে ধান বন বাতাসে-
কোমর কেচে কৃষাণী।

সেথা গায়ের বউমা সঙ্গ দলে-
পানের বাটায় উড়ান তুলে,
লইছে তুলে আঁচল পেতে-
সব যেন রস কুড়ানি।

তাইতো মোরা নিজের তরে-
এই জনমের সুখ করে,
পেলাম যে সেই-
দেশের মানিক,
ঐ রতন পরাণ।

নেই ওরা আজ মোদের তরে-
রাতের আকাশ গভীর ধরে,
ওরা মিশে আছে তারায় তারায়-
হে বঙ্গ-
তুমি যে তাঁদেরও প্রাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast