www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শবে-ই মেরাজ

শবে-ই মেরাজ
আব্দুল কাদির মিয়া
===============
এলোরে আজই শেষ রজনীর পাড়ে
ঘুমন্ত পৃথিবীর স্বজনার দ্বারে।

দূত রাজ তরী নিয়ে তারকা দেশের,
সেজে সাজ কল্যাণে মানবের।

আজই খুশি খুশি আনন্দে-
বহে নদী বন্যা,
আসমানী সাত-ই তলে-
সেজে সাজ দলে দলে,
সাজালো সোহাগ পুরী-
যেন হুর কন্যা।

এত সাজ দেখে নরক-
লাজে জ্বলা দেমাগি,
ঘুমটা টানিয়া মাথায়,
সাজে লাল কালো সোহাগি।

মারহাবা মারহাবা-
আরও দুরুদের ঝংকারে,
আজই সবই মসগুল।

মাশুকের আগমনে-
আশিকের মিলনে,
ভাবের দরিয়া যেন-
দো-জাহানে ভাসে কূল।

সাধন করিলো মূসা-
আজই কাঙ্ক্ষিত উম্মত,
অতিথির ইমামেতে-
আখেরের হিম্মত।

বোরাক আর রফ রফ-
সেজে সাজ দুজনার,
মিটালো হৃদয় আশা-
সোয়ারিতে স্বজনার।

অধীর উতলা হয়ে-
আশিক-মাশুক পেয়ে,
দুজনা জড়িয়ে ধরে মিলিতে।

আরশে বলে ধন্য ধন্য-
আমি আজই ধন্য জীবন,
মাশুকের পাদুকার ধূলিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast