www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বধূ

বধূ
আব্দুল কাদির মিয়া
==============
বধূ ঘোমটা দিওনা টেনে
এই ঝরা বাদলের-
নির্জন হৃদ মধু আঙিনায়,
মেঘ তো পরছে দূরে-
ঝুমুরের ঝুম ধরে,
নয়ন চাহেগো মোর-
দেখিতে তোমায়।

নেই শেষক্ষণ যত-
শোষনের চোখ খোলে,
প্রীতি সুন্দর চাঁদুয়ার-
রুপ কাড়া এই মুখ,
আরোও আরোও রহিবে যত-
ঐ লাল সুরুজের অরুণিম,
লুকিয়ে আবের কালো মহনায়।

বধূ ঘোমটা দিওনা টেনে-
এই ঝরা বাদলের,
নির্জন হৃদ মধু আঙিনায়।

ঝরা পাতা মরমরে-
কাননে বিঁধেছে মোর,
তোমার পদধ্বনি-
সেই ক্ষণ সেইদিন হেন কাল।

আমি পথিকের পথ ছেড়ে-
চপলে চপলে নেশা,
লুকোচুরি বুক খানি দূরদূর-
ডাকে মোর হিয়া।

তব কর্ণকুহরে সেই-
নীরবের কাকাতুয়া-
তবু একটুও ফিরোনি তুমি,
এই দুটি চোখ যেন-
কাহনের কার ডাকে,
দরিয়ার তীর ভাঙা ঐ চূড়ে-
ছোট চির জীবনের খোঁজে,
নেই পিছু নেই কিছু-
শুধু আমিই যেন সেই মৃত্যুমুখী-
এক অজানায়।

বধূ ঘোমটা দিওনা টেনে-
এই ঝরা বাদলের,
নির্জন হৃদ মধু আঙিনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast